TMC Bankura

স্কুল বন্ধ রেখে তৃণমূলের কর্মসূচি বাঁকুড়ায়

জেলা


স্কুল বন্ধ রেখে তৃণমূলের কর্মসূচি হল বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। বাঁকুড়া শহরে রবীন্দ্রভবন সহ একাধিক জায়গা থাকা সত্বেও কেন একটা স্কুলকে বন্ধ রেখে এই রাজনৈতিক কর্মসূচি করা হল সেই নিয়ে শহরের মানুষ চর্চা শুরু করেছেন। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য এই রাজনৈতিক কর্মসূচি করতে এসেছিলেন। 


শুক্রবার স্কুল খোলা আছে জেনে তাঁর ছেলেকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করতে এসেছিলেন অভিভাবিকা মিনু রায়। তিনি জানান, অফিসে কোন শিক্ষক নেই তালা দেওয়া আছে অফিস ঘর। তাই বাধ্য হয়ে তিনি ফিরে যাচ্ছেন। স্কুলের নাইটগার্ড, নিরাপত্তা কর্মী মলয় পন্ডারা জানান, স্কুল বন্ধের ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। এদিন বিদ্যালয় পরিদর্শক পীযুষকান্তি হাজরা জানান, স্কুল বন্ধের কোন খবর তাঁর কাছে নেই। রাজনৈতিক দলের সভার বিষয়টি তিনি খোঁজ নিয়ে জানবেন।

Comments :0

Login to leave a comment