৪৫ তম অনূর্ধ্ব ১৬ জাতীয় ভলিবল প্রতিযোগিতা হলো চন্দননগর কুঠির মাঠে। ২৭ মে উদ্বোধন হয়েছে এই জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতার। দেশজুড়ে ২৮টি রাজ্য অংশগ্রহণ করার কথা ছিল।
তার মধ্যে কিশোরদের ২৬টি এবং কিশোরীদের ২১টি রাজ্যের টিম অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল হয়েছে।
এদিন সকাল দুপুর মিলিয়ে চারটি ম্যাচ হয়। সন্ধ্যায় মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের মেয়েদের ফাইনাল ম্যাচ হয়। জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ। এদিন ছেলেদের ভলিবল ফাইনালে উত্তর প্রদেশ চ্যাম্পিয়ন হয়, দিল্লি রানার্স।
এবারের প্রতিযোগিতায় তৃতীয় হরিয়ানা। মেয়েদের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় পশ্চিমবঙ্গ। রানার্স হয় মহারাষ্ট্র টিম। ম্যাচ ঘিরে দর্শকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
Comments :0