Bhomra Port Bangladesh

ঈদের টানা ছুটির পর বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে শুরু কাজ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা

ঈদের টানা ছুটির পর ফের চালু হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত বন্দর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
রবিবার, ৬ এপ্রিল, সকাল ৯টা থেকে ফের বন্দরের আমদানি-রপ্তানি পুরোদমে শুরু হয়েছে ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা ‘গণশক্তি’-কে জানান, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে বন্দরের সব কাজ বন্ধ ছিল। তিনি বলেন, ভারতে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে দু’দিক থেকেই আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের আধিকারিক এবং কর্মীরা কাজে যোগ দিয়েছেন।
ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, যেমন কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও নির্মাণ সামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দরটি ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত। যা দু’দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ছুটির মধ্যেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পেরেছেন।

Comments :0

Login to leave a comment