বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
উত্তর দিনাজপুরে দুই কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায়। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। জানা গেছে টাকা তুলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলো দুজনে।
ঘটনাটা ঘটেছে করণদীঘি ব্লকের দোমহনা এলাকার ঢাটিপাড়া ও গছ কোচড়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সুত্রের খবর শনিবার গোপালপুরের ফাঁসিয়ারায় ভূট্টা খেতের মধ্য একটি আমবাগানের গাছে একই ওড়নায় দুই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের ভীড় জমে যায় এলাকায়। খবর চাউর হতেই ভীড় জমতে থাকে আমবাগানে। খবর পৌছায় করণদীঘি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে করণদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃত এক ছাত্রীর বাবা বলেন, মেয়ে শুক্রবার বোনের সাইকেল আনতে করণদীঘি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। সন্ধা গড়ালেও বাড়ি না ফেরায় ফোনে কথা বলার চেস্টা হয়েছে, কিন্তু ফোনের সুইচ অফ থাকায় কথা হয়নি। অনেক খোঁজ খবর নিলেও খোঁজ মেলেনি। শনিবার ভোর হয়ে বেলা বাড়তে থাকে। এলাকার মানুষের কাছ থেকে খবর আসে। গোপালপুর কাছে ফাসিয়ারায় একটি আমবাগানে দুটি মেয়ের ঝুলন্ত দেহ ফাস লাগানো অবস্থায় রয়েছে। মেয়ের দেহ তার বান্ধবীর দেহ একই ওড়নায় ঝুলছে।
আরও এক ছাত্রীর দাদু বলেন, নাতিনী আত্মহত্যা করতে পারেনা। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটেছে তা ময়না তদন্তের পরেই বলতে পারব। ময়না তদন্তের পরে রিপোর্ট হাতে পেয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই পুলিশকে জানানো হবে।
এলাকা সুত্রে জানা গেছে, ওরা দুজনেই শুক্রবার দুপুরে মাদারগাছিতে যায় ব্যাঙ্ক থেকে টাকা তুলতে। তার পরে বাড়ি না ফেরায় ওর বান্ধবী ঢাটিপাড়ার খোঁজ খবর নিতে সেখানে না পেয়ে রাতেই বাড়ি ফিরে আসেন পরিবারের সদস্যরা। সকালে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেই দেখা যায় যেখানে ঘটনা ঘটেছে সেই গাছতলায় নেশা জাতীয় দ্রব্য পড়ে রয়েছে। দুই বান্ধবীর দেহ গাছের ডালে ঝুলছে। ওরা আত্মহত্যা করতে পারে না ওদের মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এব্যাপারে পুলিশ মুখ খুলতে চাইছে না। ঘটনার তদন্তে নেমেছে করণদীঘি থানা পুলিশ।
Comments :0