KITE THREAD WOUND

জোড়াগির্জায় মাঞ্জার সুতোয় রক্তাক্ত যুবক

কলকাতা

Bike Rider Wounded of Kite Thread in Joragirja রক্তাক্ত রাহুল সিং।

মাঞ্জার সুতোয় রক্তাক্ত হলেন এক যুবক। কলকাতায় জোড়াগির্জা বাসস্ট্যান্ডের ঠিক সামনে আহত হন বাইকের আরোহী ওই যুবক। 

বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা ওই যুবক রাহুল সিং বুধবার কাজে বেরিয়েছিলেন। মল্লিকবাজারের দিক থেকে শিয়ালদহের দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ ঘুড়ির মাঞ্জার সুতো জড়িয়ে যায় মুখে। সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে রাস্তার পাশে বসে পড়েন রাহুল। 

এদিন বিকেলে রক্তাক্ত যুবককে দেখেই এগিয়ে আসেন পথচারীরা। পাশের একটি বাণিজ্যিক বহুতলের নিরাপত্তা কর্মীরা বেরিয়ে এসে সুশ্রূষা শুরু করেন। এগিয়ে দেন জল। ক্ষতস্থান ধুয়ে ওষুধ লাগিয়ে দেন। 

ততক্ষণে বাড়িতে খবর দেন রাহুল। কিছুটা সুস্থ হলে তাঁকে নিয়ে যান এক পরিজন।

কলকাতায়, বিশেষ করে, সায়েন্স সিটির সামনে ‘মা’ ফ্লাইওভারের ওপর ঘুড়ির মাঞ্জায় একের পর এক দুর্ঘটনা হয়েছে। গুরুতর আহত হয়েছেন একাধিক বাইকযাত্রী। এখন দু’পাশে লাগানো হয়েছে ফেন্সিং। 

জোড়াগির্জার এই এলাকায় এজেসি রো্ডের দু’পাশে স্কুল, বহুতল, দপ্তর রয়েছে। এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন যে কেটে যাওয়া ঘুড়ির সুতো ভেসে এসে গাছে বা কোনও বাড়িতে আটকে যাচ্ছে। খানিকটা অংশ বেজে থাকছে রাস্তার অন্য দিকে। মঙ্গলবারও এক যাত্রীর পায়ে বেজে গিয়েছিল ঘুড়ির সুতো। বড় কোনও দুর্ঘটনা যদিও হয়নি। 

এদিন আহত রাহুলের নাক এবং ভ্রুর মাঝে খানিকটা অংশ কেটে গিয়েছে।  

Comments :0

Login to leave a comment