Biman Basu Hoogly

পঞ্চায়েতে হারবে দুর্নীতি-দুষ্কৃতী জোট: বিমান বসু

রাজ্য জেলা

কোন্নগরে বিমান বসু। ছবি অভীক ঘোষ

সিপিআই(এম) কর্মীরা আক্রমণের মুখেও পালিয়ে যাননি কাশীপুরে। জনতাও শামিল প্রতিরোধে। নীতির ভিত্তিতে জনতার জোট পঞ্চায়েতে পরাস্ত করতে পারবে দুর্নীতি-দুষ্কৃতী জোটকে।

সোমবার কোন্নগর বড় বহেরা মাঠে এসএফআই হুগলি জেলা কমিটির ডাকে সমাবেশে এ কথা বলেছেন বিমান বসু। 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও উপস্থিত ছিলেন,এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান, হুগলি জেলা সভাপতি অর্ণব দাস ,সম্পাদক নবনীতা চক্রবর্তী সহ এসএফআই হুগলি জেলা নেতৃত্ব।

সমাবেশ শেষে সাংবাদিকদের বিমান বসু বলেন, কাশীপুরে সিপিআই(এম)'র ওপর আক্রমণ হলেও কেউ পালিয়ে যাননি।

ঘটনার জন্য সিপিআই(এম) দায়ী না। দায়ী যারা আক্রমণ করেছে তারা।

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বসু বলেছেন,

যে বেহিসেবী সম্পত্তি পাওয়া গেছে তার উৎস কী। আকাশ থেকে বৃষ্টি পরে, আকাশ থেকে টাকা পরে না। তা'হলে কি করে এল এত টাকা?

নদীয়ার সমবায়ে বামপন্থীদের জয় প্রসঙ্গে বিমান বসু বলেন, মানুষ জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে কারা চুরি করে না। যারা চুরি করে না তাদেরই জয়যুক্ত করেছে।

পঞ্চায়েত ভোট নিয়ে বলেন, পঞ্চায়েতে ভোটে জনতা চাইছেন ঐক্য গড়ে তুলতে। মানুষের ঐক্য যদি নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তা'হলে পঞ্চায়েত ভোটে দুর্নীতি দুষ্কৃতী জোট পরাস্ত হবে।

Comments :0

Login to leave a comment