UTTARKANYA PROTEST

উত্তরকন্যায় পুলিশী নিপীড়নের প্রতিবাদ শিক্ষকদের

জেলা

UTTARKANYA PROTEST বুধবার হুগলী ডিআই অফিসের সামনে শিক্ষকদের ধিক্কার সভা। ছবি: অনন্ত সাঁতরা

শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হুগলী জেলা পরিদর্শকের দপ্তরের সামনে এবিটিএ ও এবিপিটিএ ধিক্কার সভা করল। 

১৭ এপ্রিল শিলিগুড়িতে সরকারি ভবন উত্তরকন্যায় স্মারকলিপি জমা দিতে যান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। পুলিশ সেই মিছিলে জলকামান চালায়। হামলার শিকার হন শিক্ষক, শিক্ষিকারা। বুধবার হুগলীর সভায় হামলার বিবরণ তুলে ধরেন বক্তারা। 

ধিক্কার সভায় বক্তব্য রাখেন এবিপিটিএ' র রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত, এবিটিএ 'র রাজ্য কাউন্সিলের সহ সম্পাদিকা রসিদা খাতুন, এবিটিএ 'র জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক, সহ সভাপতি গৌতম সরকার, এবিপিটিএ 'র জেলা সম্পাদক কমল মল্লিক ও ১২ ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক রামপ্রসাদ হালদার। 

বুধবার মালদা শহরের ফোয়ারা মোড়েও  এবিটিএ এবং এবিপিটিএ বিক্ষোভ দেখায়। সভাপতিত্ব করেন আজিজুর রহমান। বক্তব্য রাখেন এবিটিএ’র জেলা সম্পাদক অরুণ কুমার প্রসাদ এবং জেলা নেতা মনোজ সরকার, তুষার সান্যাল, এবিপিটি’র জেলা কোষাধ্যক্ষ মোকিতুল ইসলাম এবং উভয় সংগঠনের জেলা নেতৃবৃন্দ। 

বক্তারা রাজ্য সরকারের শিক্ষা বিরোধী কার্যকলাপ তুলে ধরেন। বক্তারা রাজ্যের দলদাস পুলিশ কীভাবে শান্তিপূর্ণ অভিযানে আক্রমণ নামিয়ে আনে তা তুলে ধরেন। 

Comments :0

Login to leave a comment