Book Release BIMAN BASU

কমিউনিস্ট আন্দোলনের ‘তথ্য ভাণ্ডার’ প্রকাশ করলেন বিমান বসু

রাজ্য

Book Release BIMAN BASU

কমিউনিস্ট আন্দোলনের ১০৫ বছরের তথ্য সংক্ষেপে ধরা থাকল একটি বইতে। শুক্রবার বইটি প্রকাশ করলেন প্রবীণ কমিউনিস্ট নেতা বিমান বসু। ১৯১৭ থেকে ২০২২ পর্যন্ত কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা তথ্য সঙ্কলনে সমৃদ্ধ ‘তথ্যের ভাণ্ডার’ বইটির লেখক প্রবীণ সিআইটিইউ নেতা দীপক মিত্র।

এদিন কলকাতায় শ্রমিক ভবনে বই প্রকাশ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিমান বসু। তিনি বলেন, ‘‘কমিউনিস্ট মতাদর্শ সমাজ পরিবর্তনের হাতিয়ার। তার ইতিহাস জানা দরকার। ‘হ্যান্ডবুক’-র কাজ করবে এই বই। প্রয়োজনে ইতিহাস বিশদে সংশ্লিষ্ট বই থেকে খুঁজে নিতে সুবিধা হবে।’’ 

১৯১৭’তে বলশেভিক বিপ্লবের সময় থেকে ২০২২ সালে সিপিআই(এম) ২৩ তম পার্টি কংগ্রেসের সময়কালের তথ্য রেখেছেন লেখক। এর আগে তাঁর এমন একাধিক বই পাঠকমহলে সমাদৃত হয়েছে। 

‘তথ্যের ভাণ্ডার’ বইটিতে পাঁচের দশকে অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে পতাকা সংক্রান্ত মতবিনিময় সঙ্কলিত রয়েছে। উল্লেখ করেছেন বিমান বসু। তিনি বলেছেন, ‘‘গত শতাব্দীর পাঁচের দশকে দেখা যায় বিভিন্ন মাপের পতাকা বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। অন্য অসঙ্গতিও থাকছে। হস্তক্ষেপ করেন ‘কাকাবাবু’, মুজফ্‌ফর আহমদ। তিনি বলেন যে সর্বভারতীয় পার্টিতে একেক জায়গায় একেক রকম পতাকা রাখা যায় না। পরে পতাকার বিষয়টি নির্দিষ্ট হয়।’’ 

বসু বলেন, ‘‘শ্রমিক শ্রেণির পার্টি হলো কমিউনিস্ট পার্টি। সেই পার্টির ইতিহাস সঙ্কলিত বই শ্রমিক শ্রেণির সংগঠনের দপ্তরে প্রকাশিত হচ্ছে। এই বইয়ে স্বাধীন ভারতে ধর্মঘটের ইতিবৃত্ত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। ধর্মঘট শ্রমিকদের অধিকার। বাধ্য হন বলেই এই অধিকার তাঁদের প্রয়োগ করতে হয়।’’ 

সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু, প্রবীণ সিআইটিইউ নেতা দীপক দাশগুপ্ত, দেবাঞ্জন চক্রবর্তী লেখকের এই উদ্যোগের প্রশংসা করেন।  

(লেখকের সঙ্গে বিমান বসু। ছবি: রবীন গোলদার)

Comments :0

Login to leave a comment