মঙ্গলবার মহামিছিল মহানগরে। ডাক দিয়েছে বামফ্রন্ট। আর জি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের বিচারের দাবিতেই এই মিছিলের আহ্বান। মিছিলে সমাজের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বামফ্রন্ট।
শনিবার ছিল খাদ্য আন্দোলনের শহীদ দিবস। কলেজ স্কোয়ারে শহীদ স্মারকে শ্রদ্ধা জানান বামফ্রন্টের নেতৃবৃন্দ। ছিলেন অন্যান্য বামপন্থী দলের নেতারাও। সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তৃণমূল শাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘রাজ্যে আইনের শাসন নেই। তার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেখানে দোষীদের আড়ালের চেষ্টা করছে পুলিশ। রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রের দুর্দশা প্রবল। তিনি আরও বলেন, এই ঘটনায় বাংলার সম্মানহানি হয়েছে সারা দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও। আমরা রাজ্যবাসী হিসাবে মর্মাহত, লজ্জিত। আর জি কর হাসপাতালে নিগৃহীতা চিকিৎসককে কেউ অভয়া, আবার কেউ তিলোত্তমা বলে সম্বোধন করছেন। আমাদের রাজ্যই গর্বিত ছিল আর এক মহিলা চিকিৎসকের জন্য। তিনি ডাঃ কাদম্বিনী দেবী। তিনিই শহর কলকাতার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন, ছাত্রজীবন থেকেই লড়াই করেছেন মহিলা চিকিৎসকের আত্মসম্মান ও মর্যাদা রক্ষায়।’’
শনিবার ভোররাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানাতে রাতজাগা ছাত্রীদের প্রতিবাদ কর্মসূচিতে এক মদ্যপ সিভিক পুলিশের আচরণের তীর প্রতিবাদও জানান বিমান বসু। তিনি বলেন, এরা তো পুলিশ নয়। তারপরে মদ্যপ। রাজ্য জুড়ে মদের ব্যবসায় রাজ্য সরকারের দুরভিসন্ধিমূলক মদত এই উৎপাত বাড়াচ্ছে। এটা সামাজিক সমস্যার আকার নিয়েছে এখন। একে কঠিন ও কঠোরভাবেই প্রতিহত করতে হবে।
আগামী মঙ্গলবার বামফ্রন্টের মহামিছিল হবে রাজাবাজার ট্রাম ডিপো থেকে শ্যামবাজার পর্যন্ত। সেই মিছিল ঘিরে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। দুপুর ৩টেয় ওই মিছিল শুরু হবে। ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তার পোস্টার। আহ্বান জানানো হয়েছে— ‘ওরে ও তরুণ ঈশান/ বাজা তোর প্রলয় বিষাণ’। মিছিলে থাকবেন ছাত্র, যুব, মহিলারাও।
এদিকে এদিন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসক-ছাত্রীর মা-বাবার সঙ্গে সোদপুরে তাঁদের বাড়িতে দেখা করেন আইনজীবী ও সিপিআই(এম) সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এর আগেও তিনি সোদপুরে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তথ্য প্রমাণের সন্ধান, তদন্ত ও বিচারের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিকাশরঞ্জন ভট্টাচার্য সাংবাদিকদের জানান। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য আইনজীবী এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ।
Comments :0