মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ইজরায়েল এবং হামাস ও হেজবোল্লাহর মধ্যে লড়াই বন্ধের জন্য চাপ দিয়েছেন। তবে লেবাননের একটি বড় ঐতিহাসিক বন্দর শহর ইজরায়েলের বিমান হামলা প্রমাণ করে যে সংঘাত থেকে এখনই কোনও স্বস্তি নেই।
ইউনেস্কোর তালিকাভুক্ত বন্দর শহর টায়ারে বুধবার থেকে বোমা হামলা শুরু করে ইজরায়েল। আবাসনগুলোর ওপর ঘন ধোঁয়ার বিশাল কুন্ডলি।
ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের হেজবোল্লাহ ও গাজায় হামাসকে ধ্বংস করতে ইজরায়েল অভিযান জোরদার করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাজার হাজার মানুষ এরই মধ্যে টায়ার ছেড়ে পালিয়ে গেছে।
চলতি সপ্তাহে ইজরায়েল শহরটি খালি করার যে নির্দেশ দিয়েছে তাতে প্রথমবারের মতো শহরটির প্রাচীন দুর্গ পর্যন্ত এলাকা ঘিরে ফেলা হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিত মধ্যপ্রাচ্য সফর করা ব্লিঙ্কেন গত সপ্তাহে ইজরায়েল হামাসের নেতাকে হত্যা করার পর তার প্রথম সফর করছেন, যা শান্তি আলোচনার জন্য নতুন উৎসাহ জোগাবে বলে ওয়াশিংটন আশা করছে।
Israel Hezbollah clash
লেবাননের বন্দরে ইজরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান আমেরিকার
×
Comments :0