Blood Donation Behala

রক্তদান শিবির বেহালায়

কলকাতা

রবিবার বেহালায় রক্তদান শিবিরে সায়রা শাহ হালিম।

বিপন্ন স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ ও সংবিধান। দেশ রক্ষার অঙ্গীকারের ডাকে রবিবার রক্তদান শিবির হলো বেহালায়। সিপিআই(এম) ১৩১ নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরে ৬০ জন রক্ত দেন।

কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে সিপিআই(এম) বলেছে, দেশে বেকারত্ব বাড়ছে। বিজেপি সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে যেভাবে জাতীয় শিক্ষানীতি, শ্রমকোড পাশ করিয়েছে। এখন অভিন্ন দেওয়ানী বিধির নামে বিভাজন ছড়ানোর কৌশল নিয়েছে। মত প্রকাশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলে দেশদ্রোহিতার মামলায় ফাঁসানো হচ্ছে। নারীদের নিরাপত্তাও সুরক্ষিত নয় আমাদের দেশে। স্বাধীনতার পঁচাত্তর বছর পরও সংবিধান সংকটের মুখে। 

এসএসকেএম হাসপাতালের কর্মীরা এদিন রক্ত নিয়েছেন।

এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চক্ষুদান, অঙ্গদান ও দেহদানের অঙ্গীকার কর্মসূচি পালন করে। হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সফল পরীক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়।

অংশ নেন সমাজকর্মী সায়রা শাহ হালিম, চিকিৎসক অশোক ঘোষ, সিপিআই(এম) নেতা সুদীপ সেনগুপ্ত প্রমুখ।

Comments :0

Login to leave a comment