Haltu

হালতুতে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা

কলকাতা

হালতু তথা যাদবপুরে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম বিশিষ্ট নেতা, দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির প্রাক্তন সদস্য, কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পারিষদ প্রয়াত কমরেড সুনীল চক্রবর্তী স্মরণে রবিবার রামলাল বাজারে সিপিআই(এম) হালতু এরিয়া কমিটির অন্তর্গত রামলাল বাজার-কাঁটাপুকুর শাখার উদ্যোগে স্বেচ্ছায় 'রক্তদান শিবির' এবং ছোটদের 'বসে আঁকো' প্রতিযোগিতা হয়। ৯ জন মহিলা সহ মোট ৪১ জন রক্তদাতা রক্তদান করেন। নীলরতন সরকার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রক্ত সংগ্রহ করেন। ১৬ বছর বয়স পর্যন্ত চারটি বিভাগে তিন শতাধিক প্রতিযোগী 'বসে আঁকো' প্রতিযোগিতায় অংশ নেয় এবং সফল প্রতিযোগীদের এই দিনই পুরস্কৃত করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক সুজিত সিং। অনুষ্ঠান স্থল রক্তদাতা, প্রতিযোগীদের অভিভাবক সহ এলাকার মানুষের ভিড়ে উপচে পড়ে। পাশাপাশি, বিজ্ঞান সংগঠন 'মুক্ত চিন্তা'র সংগঠকদের কাছে অনেকেই 'মরণোত্তর দেহদান ও চক্ষুদান'-এর অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শুরুতে রক্ত পতাকা উত্তোলন করে শহীদ বেদী ও কমরেড সুনীল চক্রবর্তীর প্রতিকৃতিতে মাল্যদান করেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্য অশেষ বিশ্বাস। এছাড়াও শহীদ বেদী ও প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টি রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য ঋজুরেখ দাশগুপ্ত, এরিয়া কমিটির সম্পাদক মানস মজুমদার, পার্টি নেতা সঞ্জয় পুততুন্ড, পবিত্র ব্যানার্জী, হারাধন ব্যানার্জী, মুকুল গুহঠাকুরতা, মানিক দাস, শাখা সম্পাদক কল্যান দাস সহ এরিয়া কমিটির নেতৃবৃন্দ। এই কর্মসূচীকে কেন্দ্র করে হালতুর রামলালবাজার এলাকায় যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Comments :0

Login to leave a comment