Elephant Attack

মিলল নিখোঁজের দেহ, হাতির তান্ডবেই মৃত্যুর অভিযোগে তুলকালাম লোধাশুলিতে

জেলা

হাতির তান্ডবের মুখে টানা তিনদিন নিখোঁজ এক ব্যাক্তি। প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলেনি সহযোগিতা। বাধ্য হয়েই রাস্তা অবরোধে শামিল হলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের জঙ্গলঘেরা একের পর এক গ্রামে হাতির তান্ডব গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে। ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা লোধাশুলি অঞ্চলের একের পর গ্রাম। নিখোঁজ ব্যাক্তির সন্ধান ও লোকালয়ে হাতির তান্ডব থেকে বাঁচতে ও ক্ষতিপূরণের দাবিতে লোধাশুলি থেকে ঝাড়গ্রাম শহর যাওয়া ব্যাস্ততম রাজ্য সড়কের জিতুশোলে একাধিক গ্রামের মহিলা পুরুষদের সড়ক রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ চালায়। জনরোষের চেহেরায় বিক্ষোভ চলায় প্রায় তিনঘন্টার উপর ঘটনাস্থলে প্রশাসন আসে নি। বিক্ষোভকারী তপন মাহাত, সুভাষ মাহাত, মনিমালা মাহাত প্রমুখ বলেন যতক্ষণ না তাদের গ্রামের নিখোঁজ ব্যাক্তিকে হাজির করা হয় তারা ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন।
তাঁদের বক্তব্য গত পরশু গোবাদি চরাতে গিয়ে হাতির তান্ডবের মুখে পড়েন ছুটে পালান চার ব্যাক্তি। সন্ধ্যায় গ্রামে তিন জন ফিরে এলেও গোপাল মাহাত(৬০) এখনও নিখোঁজ। ওইদিন রাতেই হাতির ভয় উপেক্ষা করে গ্রামের মানুষ খোঁজ শুরু করেন। পুলিশ ও বনদপ্তরকেও জানানো হলেও প্রশাসন নির্বিকার। গত সাতদিন ধরে তান্ডব চালাচ্ছে হাতির পাল। সবাই নাকি বাঘ নিয়ে ব্যাস্ত। রাইসমিলের প্রাচীর ভেঙে তান্ডব চালায় হাতি। আমাদের মাটির কুঁড়ে ঘরে রাত কাটাতে হয় আতঙ্কের মধ্যেই। সবজি, লাউ শশা সহ পেঁপে কলা গাছ কিছুই আর নেই। সবশেষ করেছে হাতির পাল।
রবিবার বেলা ১২ টা থেকে তিনটা পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলে। বেলা তিনটে নাগাদ খবর আসে জিতুশোল থেকে দেড় দুই কিমি দূরে লবকুশ বাঁধের কাছে জঙ্গলে রক্তাক্ত এক ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। গ্রামের মানুষ ছুটে যান ঘটনাস্থলে। দেহ সনাক্ত করে জানান ওই দেহটি নিখোঁজ ব্যাক্তি গোপাল মাহাতর। প্রশাসন নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

Comments :0

Login to leave a comment