Bonnai CPI(M)

বোনাইয়ে সমাবেশ, মনোনয়ন জমা মুন্ডার

জাতীয়

বোনাইয়ে এই সমাবেশেই বক্তব্য রেখেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

সুন্দরগড়ের বোনাই বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন লক্ষ্মণ মুন্ডা। ওডিশার এই কেন্দ্রের বিধায়ক সিপিআই(এম) নেতা লক্ষ্মণ মুন্ডা। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিশাল সমাবেশ হয়েছে বোনাইয়ে। জনসভায় বক্তব্য রেখেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
বিজেপি এবং বিজেডি, ওডিশায় দুই শক্তিকেই পরাজিত করার ডাক দিয়েছেন ইয়েচুরি। এ রাজ্যে লোকসভার সঙ্গেই হচ্ছে বিধানসভার ভোট। লোকসভা কেন্দ্রে প্রার্থী কংগ্রেসের জনার্দন দেহুরি। তাঁকে জয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে।

Comments :0

Login to leave a comment