Book Review — SANDIP JANA / MUKTADHARA - 22 September

বই — হাইফেন বসানো বারান্দা / মুক্তধারা

সাহিত্যের পাতা

Book Review  SANDIP JANA  MUKTADHARA - 22 September

বই / মুক্তধারা

সৌষম্যময় ও ছন্দিত
মননের চলমান স্রোতের কবিতা
সন্দীপ জানা


কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়-এর ‘হাইফেন বসানো বারান্দা’ কাব্যগ্রন্থে জীবনের টুকরো টুকরো নানান ছবি ফুটে উঠেছে। ছাপোষা জীবন, পথ-ঘাট, বাজার-বিজ্ঞাপন, পৌনে দশটার ট্রেন ইত্যাদির মতো ভিন্ন ভিন্ন বিষয় তাঁর কবিতায় বৈচিত্র্য এনেছে। বেশিরভাগ কবিতায় দেখা যায় কবি যেন দর্শকের ভূমিকায় এককোণে বসে ভিন্ন প্রেক্ষাপটে ঘটে যাওয়া বিভিন্ন মুহূর্তগুলো প্রত্যক্ষ করছেন এবং অনুভূতির আঁচড়ে তাকে কবিতার রূপ দিচ্ছেন।

‘গাঁ পেরিয়ে দূরে/ ফসলের ঘুমরাত/বালিশ নিংড়ে আনি স্বপ্নদেউল’ কিংবা ‘মেঠো পথ/সাইকেলে ধাতব শব্দ/চুড়ি চাই’, শব্দযুগলে ধীর লয়ে বয়ে চলা গ্রাম্য জীবনের পাশাপাশি ‘ছাপোষা সংসার , মুদ্রাস্ফীতি, দৈনন্দিন / আলোছায়া…নিরন্ন হাপিত্যেশ মুখ/পাঞ্জাবির ছেঁড়া বুকপকেট…আবার বাজার/একটি বৃত্ত’ পাঠককে জীবনের নিদারুণ এক সত্যের মুখোমুখি এনে দাঁড় করান কবি। ‘হাইফেন বসানো বারান্দা’ কবিতাটি কবির গূঢ় অনুভূতির সুষ্পষ্ট প্রকাশ – ‘এসো, হাত ধরো, বিহ্বল বাস্তব/ দূরগামী বাসের হর্ণ শুনতে পাও?/ উছল ঝরনার জলে কথাগুলি ধুয়ে মুছে যায়/ দিগন্তের কাছাকাছি আয়নামহল/বুকের জানালা খুলে একটি হাইফেন – বারন্দায় বসে থাকে কেউ’।

কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় শব্দ চয়ন ও ব্যবহারে কবি কিছু ক্ষেত্রে শৈথিল্য দেখিয়েছেন। যেমন ‘নিলয়ের ফিসপ্লেটে চিড়’, ‘বিদ্যুতের ক্রোমোজোম ঢেকে আছে নষ্ট প্রহর’ কিংবা ‘মিহিশূন্যে নিউরোসিস/সিগন্যাল পেরিয়ে যাচ্ছে নৈতিক ঘুম’ ইত্যাদি। বেশকিছু কবিতা সাধারণ পাঠকের কাছে দুর্বোধ্য ঠেকতে পারে। তার দায় অবশ্য কবির নয়। পাঠককে কবিতার সাথে আরও বেশি একাত্ম হতে হবে।
কাব্যগ্রন্থে বেশকিছু মুদ্রণপ্রমাদ চোখে পড়ার মতো। এ ব্যাপারে আরও যত্নশীল হওয়া প্রয়োজন। 
তবে যেসব কবিতায় কবি সূক্ষ্ম সংবেদনশীলতার ছাপ রেখেছেন তা নিঃসন্দেহে অনন্য ও প্রণিধানযোগ্য । ‘ফুলেদের নীরবতা চুপচাপ তুলে আনি হাতের মুঠোয়/ অপুষ্টিজনিত চাঁদ নিভে আসে/অস্তে অস্তে পাপড়ি ঝরে পড়ে’। দৃষ্টিনন্দন প্রচ্ছদ, কবিতার স্নিগ্ধতা আর অন্যান্য কৌলিন্য নিয়ে কাব্যগ্রন্থটি সংগ্রহে রাখার মতো।

 

গ্রন্থ – হাইফেন বসানো বারান্দা

লেখক – বিপ্লব গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ – দেবাশিস সাহা

প্রকাশক – পাঠক (৩৬ এ কলেজ রো, কলকাতা ৭০০০০৯)

মূল্য – ৮০ টাকা।

Comments :0

Login to leave a comment