Sambhal

সম্ভালের ঘটনায় বিজেপি সরকারকে দায়ী করলেন বৃন্দা কারাত

জাতীয়

সম্ভালে সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকেই দায়ী করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। তিনি বলেন,"সম্ভলের ঘটনায় পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ সরকার ষড়যন্ত্রে যুক্ত। বিভাজনের রাজনীতিকে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’’
রবিবার উত্তর প্রদেশের সম্ভালে শাহী জামা মসজিদে সমীক্ষার নাম করে ঢোকে বিশাল বাহিনী। নিম্ন আদালতের রায়কে হাতিয়ার করে এই মসজিদে ঢোকে এই বাহিনী। নিম্ন আদালতে হিন্দুত্ববাদী বাহিনী আবেদন জানিয়ে বলে যে মন্দির ভেঙে ষোড়শ শতকে ওই মসজিদ তৈরি হয়েছিল। অভিযোগ, মসজিদের দেওয়ালে ভাঙা হয় সমীক্ষার নামে। এই খবর ছড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়তে থাকে। সম্প্রতি উপনির্বাচনে এখানেই বেছে বেছে মুসলিম ধর্মাবলম্বীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তার ভিডিও ছড়িয়ে পড়ে। ফলে ক্ষোভ ছিলই। সমীক্ষা ঘিরে বাহিনীর মসজিদে ঢুকে পড়ার পর দ্রুত ছড়ায় উত্তেজনা। বিক্ষোভ শুরু হলে পুলিশের গুলিতে সব মিলিয়ে পাঁচজন নিহত হন।  এই ঘটনাতেও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সিপিআই(এম) উত্তর প্রদেশ রাজ্য সম্পাদক হীরালাল যাদবও যোগী আদিত্যনাথ প্রশাসনকেই দায়ী করেন।
বৃন্দা কারাত মঙ্গলবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বৃন্দা করাত বলেন, ‘‘সুপ্রিম কোর্ট কী করছে? ১৯৯১ সালে পাশ হওয়া আইন অনুযায়ী স্বাধীনতার পর গোটা দেশে যে জায়গায় যে ধর্মের উপাসনাস্থল রয়েছে তা অপরিবর্তিত থাকবে। যাতে নতুন করে কোনও বিবাদ বা বিভাজন না ছড়ায়। কিন্তু সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়ে চলেছে। উপাসনাস্থলের চরিত্র অপরিবর্তিত রাখার আইনকে কার্যত প্রহসনে পরিণত করা হচ্ছে।’’
উল্লেখ্য, এই সুযোগকে ব্যবহার করেই বিজেপি ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। বৃন্দা কারাত বলেন, ‘‘সুপ্রিম কোর্টের উচিত নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপ করা এবং এমন নির্দেশ বাতিল করা।  না হলে বারবার সারা দেশে সাম্প্রদায়িক রাজনীতির লোকজন নিম্ন আদালতে যাবে । এই সংক্রান্ত নির্দেশকে ব্যবহার করে মসজিদগুলিকে লক্ষ্যবস্তু বানাবে। সাম্প্রদায়িক হানাহানির পরিস্থিতি তৈরি করবে। যা সম্ভলে ঘটেছে।’’ 
আদালত রায় দিলেও উত্তেজনা প্রশমনের বিন্দুমাত্র চেষ্টা না করে যোগী সরকার পুলিশ পাঠায় মসজিদে। যে কারণে সরকারের সরাসরি সংযোগের অভিযোগ তীব্র। তারই প্রতিবাদ জানিয়েছেন কারাত।

Comments :0

Login to leave a comment