গোরক্ষার নামে তাণ্ডবের শিকার হয়েছেন আরিয়ান মিশ্র। ধাওয়া করে খুন করা হয়েছে তাঁকে। হরিয়ানার পালওয়ালে এই ঘটনায় ধিক্কার তীব্র। বৃহস্পতিবার আরিয়ানের শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
ফরিদাবাদের একটি মুক্ত বিদ্যালয়ে দ্বাদশের ছাত্র ছিলেন আরিয়ান। ২৩ আগস্ট রাত আড়াইটে নাগাদ বন্ধুদের সঙ্গে গাড়িতে ফিরছিলেন তিনি। তখনই শুরু হয় তাণ্ডব। গোরক্ষার নামে তৈরি খুনে বাহিনী ধাওয়া করে তাঁদের গাড়ি। পালওয়ালের বাঘোলা গ্রামের কাছে গুলিও চালায়। নিহত হন আরিয়ান মিশ্র।
হরিয়ানার বিজেপি সরকারের পুলিশ যদিও ঘটনা চেপে দিতে আগ্রহ দেখিয়েছে বেশি। এমনও ব্যাখ্যা দিয়েছে যে ‘ভুল করে গরু পাচারকারী ভেবে আরিয়ানদের গাড়িটিকে ধাওয়া করেছিল ওই বাহিনী।’ আবার সংবাদমাধ্যমের প্রশ্নে খুনের সঙ্গে গোরক্ষক বাহিনীর যোগাযোগ খারিজ করতেও বিশেষ তৎপরতা দেখিয়েছে।
ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পুলিশ হেপাজতে না রেখে পাঠিয়ে দেওয়া হয়েছে জেল হেপাজতে।
তদন্তে যদিও বেরিয়ে পড়েছে যে প্রধান অভিযুক্ত অনিল কৌশিক ‘গোরক্ষক’ বাহিনীর পাণ্ডা ছিল। এমন বাহিনীই হরিয়ানার নুহ এবং রাজস্থানের সংলগ্ন এলাকায় গরু পাচারকারী সন্দেহে একাধিক হত্যা, হামলার জন্য দায়ী।
বৃন্দা কারাতের কাছে আরিয়ানের মা কান্নায় ভেঙে পড়েন। বলেন, ছেলের খুনে দায়ীদের সাজা দিতে হবে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সিপিআই(এম) নেত্রী।
BRINDA KARAT
‘গোরক্ষক’ বাহিনীর হাতে খুন আরিয়ানের মায়ের কাছে বৃন্দা কারাত
×
Comments :0