ভরতুকির জন্য বাজেটে খরচ কত শতাংশ? বাজেট নথি জানাচ্ছে মোট খরচের মাত্র ৬ শতাংশ বরাদ্দ ভরতুকিতে।
কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত বিভিন্ন প্রকল্প, যার সঙ্গে নিম্নবিত্ত এবং গরিব জনতার কল্যাণের প্রশ্ন জড়িত, তার জন্য ব্যয় মোট খরচের ৮ শতাংশ।
একাধিক ক্ষেত্রেই ছাঁটকাট আছে ২০২৫-২৬’র কেন্দ্রীয় বাজেটে। তার মধ্যে আদিবাসী উন্নয়ন প্রকল্পে গতবারের বরাদ্দের টাকাও সম্পূর্ণ খরচ করেনি বিজেপি সরকার।
হিসেব দেখাচ্ছে আদিবাসী উন্নয়ন খাতে বিভিন্ন প্রকল্পে সব মিলিয়ে যত বরাদ্দ ছিল তার ১৭ হাজার কোটি টাকা খরচই করেননি নির্মলা সীতারামন।
বাজেট নথি বলছে, মোট খরচের ২০ শতাংশ টাকা যাবে সুদের দায় মেটাতে। প্রতিরক্ষা ক্ষেত্রে খরচ মোটের ৮ শতাংশ। কর এবং শুল্ক বাবদ রাজ্যগুলির পাওনার জন্য ধরা হয়েছে খরচের ২২ শতাংশ অর্থ,
কেন্দ্রে বিজেপি সরকারের অর্থ দেওয়ায় বেনিয়মের অভিযোগে সরব বিরোধী পরিচালিত প্রায় সব রাজ্যের সরকার। দেখা গিয়েছে বরাদ্দের খাতায় উল্লেখ থাকলেও নানা কারণে টাকাটা খরচ করা হয় না। কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিভিন্ন সময়েই কেন্দ্রের এই আচরণে ক্ষোভ জানিয়েছেন। সমাজকল্যাণের সঙ্গে জড়িত খাতে খরচের বড় অংশ বইতে হয় রাজ্যগুলিকে। ফলে বিপুল অংশ বিপন্নও হয় কেন্দ্র বরাদ্দ অনুযায়ী টাকা না পাঠানোয়।
বাজেট নথিতে জানানো হয়েছে মোট আয়ের ২৪ শতাংশ ঋণ হিসেবে নেবে সরকার। কর্পোরেশন কর থেকে ১৭ শতাংশ অর্ত আসবে বলে ধরেছেন সীতারামন। আয়কর থেকে আসবে ২২ শতাংশ অর্থ। জিএসটি থেকে আদায় করা হবে আয়ের ১৮ শতাংশ। অন্তঃশুল্ক থেকে ৫ শতাংশ এবং আমদানি শুল্ক থেকে মোট আয়ের ৪ শতাংশ কেন্দ্রের কোষাগারে ধরা হবে বলে অনুমান বাজেটে।
আগামী অর্থবর্ষ, ২০২৫-২৬’র জন্য মোট ৫০ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ কোটি টাকা খরচের অনুমান করেছেন সীতারামন। তার মধ্যে ১১ লক্ষ ২১ হাজার ৯০ কোটি টাকা মূলধনী ব্যয়।
Budget 2025-26
আদিবাসী উন্নয়নে ১৭ হাজার কোটি টাকা খরচই করেনি কেন্দ্র
×
Comments :0