Budget: 2025-26 Agriculture

কৃষিতে জোর? খরচের অঙ্ক সায় দিচ্ছে না কেন্দ্রের দাবিতে

জাতীয়

ফসলের দামের দাবিতে বারবারই সংঘাতে নামতে হচ্ছে কৃষকদের। ছবি সংগ্রহ থেকে।

ঘোষণায় বলছেন বাজেটের চারটি প্রধান ক্ষেত্রের একটি কৃষি। বস্তুত সেই ক্ষেত্রের ওপর নির্ভরও করে রয়েছে জনসংখ্যার বিপুল অংশ। অথচ সেই কৃষি এবং সংযুক্ত ক্ষেত্রেও প্রতিশ্রুত অর্থ খরচ করেনি কেন্দ্র। 
আগামী অর্থবর্ষ, ২০২৫-২৬’র জন্য কৃষিতে বরাদ্দের অঙ্ক ১ লক্ষ ৭১ হাজার ৪৩৭ কোটি টাকা। অঙ্ক দেখলে মনে হতে পারে বরাদ্দ বিপুল। কিন্তু সরকারের মনোভাব বোঝা যাচ্ছে খরচের অঙ্কে।
চলতি অর্থবর্ষ, ২০২৪-২৫’র জন্য কৃষি ও সংযুক্ত ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ করেছিল ১ লক্ষ ৫১ হাজার ৮৫১ কোটি টাকা। কিন্তু মার্চের শেষ পর্যন্ত, চলতি অর্থবর্ষে, খরচের অনুমান, ১ লক্ষ ৪০ হাজার ৮৫৯ কোটি টাকা। অর্থাৎ, ১০ হাজার ৯৯২ কোটি টাকা কম খরচ করেছে কেন্দ্র। কৃষকদের দাবি বারবারই উঠেছে যে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনা নিশ্চিত করতে আইন করতে হবে। তার বদলে কর্পোরেটকে সরাসরি কৃষিক্ষেত্রে ব্যবসার ব্যবস্থা করতে খসড়া নীতি কাঠামো তৈরি করে রেখেছে কেন্দ্র। এর আগে কৃষককের কৃষি ধ্বংস করে কর্পোরেট কৃষি নিশ্চিত করতে তিন কৃষি আইন পাশ হয়েছিল। কৃষকনেতা বলেছেন, আন্দোলনের চাপে সেই আইন বাতিল করতে হলেও সরকার ঘুরপথে কর্পোরেটের দাস বানাতে চাইছে কৃষকদের।
দেখা যাচ্ছে খাদ্যের ভরতুকি বাবদ অর্থের বরাদ্দও চেপে রেখেছে কেন্দ্র। কেন্দ্র ন্যূনতম দামে ফসল সংগ্রহ করে এই অর্থ থেকেই। চলতি অর্থবর্ষে বরাদ্দ ছিল ২ লক্ষ ৫ হাজার ২৫০ কোটি টাকা। কিন্তু খাদ্যে ভরতুকি বাবদ সরকার খরচ করছে ১ লক্ষ ৯৭ হাজার ৪২০ কোটি টাকা। ফের আগামী অর্থবর্ষের জন্য ২ লক্ষ ৩ হাজার ৪২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বাজেটে। 
এই হিসেবই বলে দিচ্ছে যে বরাদ্দের অঙ্ক গতবারের চেয়েও কম। ফলে শেষ পর্যন্ত খরচ কমতে পারে আরও। ন্যূতম সহায়ক মূল্যে ফসল কেনার প্রক্রিয়ার গতি আরও কমবে। ফলে চাষ করে বেঁচে থাকার মতো আয়ের সম্ভাবনা আরও কমবে কৃষকের। 
লক্ষ্যণীয় ২০২৩-২৪ অর্থবর্ষে সব মিলিয়ে ২ লক্ষ ১১ হাজার কোটি টাকা খাদ্যের ভরতুকিতে খরচ করেছিল সরকার। এবার বরাদ্দই হয়েছে তার চেয়ে কম। 
সারের ভরতুকির জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ ছিল ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা। খরচ ১ লক্ষ ৭১ হাজার কোটিতে পৌঁছাবে বলে অনুমান কেন্দ্রেরই। কিন্তু সামনের অর্থবর্ষের জন্য বরাদ্দ ১ লক্ষ ৬৮ হাজার ৮৮৭ কোটি টাকা। চলতি অর্থবর্ষে খরচের চেয়েও কম বরাদ্দ করছে কেন্দ্র।  

Comments :0

Login to leave a comment