প্রতীম দে ও অরিজিৎ মণ্ডল
কেবল পুলিশের তথ্যের ভিত্তিতে সিবিআই তদন্ত চলতে পারে না। নতুন করে সব খুঁজতে হবে। গভীরে গিয়ে দেখতে হবে। যারা প্রমাণ লোপাট করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যাদের মদতে অপরাধ হচ্ছে তাদের ধরতে হবে। সিবিআই’র কাছে এই দাবিই জানানো হয়েছে।
সিবিআই’র কাছে আর জি কর হত্যা-ধর্ষণ কাণ্ডে দাবি জানিয়ে এসে একথা বলেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি।
বৃহস্পতিবার সিবিআই’র পূর্বাঞ্চলীয় দপ্তর সিজিও কমপ্লেক্সের সামনে সিপিআই(এম)’র ডাকে চলছে বিক্ষোভ। তদন্ত করে আসল অপরাধীদের শাস্তি দিতে হবে আর জি কর কাণ্ডে, এই দাবিতে মুখর সভাস্থল।
সভায় বক্তব্য রেখেছেন পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র,কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস ও কল্লোল মজুমদার। সিপিআই(এম) উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী সভাপতিত্ব করছেন।
মীনাক্ষী বলেন, ‘‘রাজ্যের মানুষ পথে নেমেছেন। তাই সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা গিয়েছিলাম। মানুষ দেখেছে সিবিআই-কে একের পর এক দুর্নীতির তদন্ত করতে। এখন আর জি কর কাণ্ডে তদন্ত হচ্ছে। এই ফাইলে যাতে ধুলো না পড়ে তা দেখতে হবে। আর ধুলো পড়লে মানুষ তা ঝেঁটিয়ে দেবেন।
এর আগে সিবিআই তদন্তে সহযোগিতার জন্য মীনাক্ষী মুখার্জিকে সিবিআই দপ্তরে আসার অনুরোধ জানিয়েচিল। ৯ আগস্ট, হাসপাতালে চিকিৎসক-ছাত্রীর দেহ পাওয়ার দিন থেকে, তথ্য লোপাটের বিরুদ্ধে লড়াইয়ে শামিল ছাত্র-যুবরা। মীনাক্ষী বিশদে বয়ানও দিয়েছিলেন।
এদিন মীনাক্ষী বলেছেন, ‘‘আমাদের ডেকেছিল সাহায্যের জন্য, তাও কেন তদন্তে দ্রুততা এলো না জানতে চেয়েছি। চার্জ শিটের মাধ্যমে যদি কেউ মাফ পায় তাহলে ছাড়া হবে না।
রাস্তায় থেকে বিচার আদায় করতে হবে। বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।’’
সূর্য মিশ্র বলেন, ‘‘মানুষ লড়াইয়ে আছে, এই সময়কাল তার প্রমাণ। কেব তৃণমূলকে হারালে হবে না, গোটা ব্যবস্থাকে সরাতে হবে। বাংলায় লড়াই লড়তে গেলে দুই শক্তির বিরুদ্ধে লড়তে হবে। সিবিআই তো কেন্দ্রীয় সরকার চালায়, আর ওই সরকারের বন্ধু এই রাজ্যের সরকার। বিজেপিকে নিয়ে বিচারের লড়াই হতে পারে না, তৃণমূলকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই হয় না।’’
সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘আর কবে বিচার হবে? ছাত্র যুব দের জন্য এই ঘটনা সামনে এসেছে। হাসপাতাল সব থেকে নিরাপদ জায়গা। কি করে এই ঘটনা ঘটলো। সিবিআই’র তো ১০০ দিন হয়ে গেলো এক ইঞ্চি তদন্ত এগোয়নি, এটা এদের ব্যর্থতা।’’
Comments :0