আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের তদন্তে দিল্লির এইমস’র সাহায্য নেবে সিবিআই। ডিএনএ এবং ফরেনসিক রিপোর্ট পাঠানো হবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ।
ধৃত সঞ্জয় রায়ের শারীরিক নমুনা সংগ্রহ করেছে সিবিআই। দেহে আঁচড়ের দাগও মিলেছে। সিসিটিভি ফুটেজো দেখা গিয়েছিল ৯ আগস্ট ভোর চারটে নাগাদ আরজি কর হাসপাতলের সেমিনার রুমে যায় এই সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বিভিন্ন স্তরে যোগাযোগের সূত্রে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট তদন্তের ভার কলকাতা পুলিশের থেকে নিয়ে সিবিআই’র হাতে দেয়।
সুপ্রিম কোর্টের সিবিআই জানিয়েছে অপরাধের জায়গায় বদল হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও-তে দেখা যায় অকুস্থলে বহু লোকজনের সমাগম। তার মধ্যে এক আইনজীবী, ফরেনসিক অধ্যাপককেও দেখা যায়। এর মধ্যেই ভাঙা হয়েছে সেমিনার কক্ষের পাশের ঘরের দেওয়াল। প্রমাণ লোপাটের অভিযোগে চিকিৎসকরাই সরব হচ্ছে। রাজ্য সরকার এবং পুলিশ, দুই-ই ক্ষোভের মুখে। সুপ্রিম কোর্টও কলকাতা পুলিশের তদন্তের ধারায় ক্ষোভ জানায়। দেহ মেলার প্রায় ১৪ ঘন্টা পরে এফআইআর বা ময়নাতদন্তে ধর্ষণ এবং খুনের লক্ষণ দেখার পরও কেবল ‘অস্বাভাবিক মৃত্যু’-র অভিযোগ দায়ের হয়েছিল কেন তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ।
সিবিআই’র সূত্রের উল্লেখ করে সংবাদসংস্থা জানাচ্ছে, কলকাতা পুলিশের থেকে পাওয়া ফরেনসিক প্রমাণের ভিত্তিতেই কাজ করছে সিবিআই। এ সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে দিল্লির এইমস-এ। সঞ্জয় রায়ের সঙ্গে ধর্ষণ এবং হত্যার ঘটনায় আর কারা ছিল তা বের করতেই ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার নথি পাঠানো হচ্ছে।
সিবিআই এর মধ্যে দফায় দফায় জেরা করেছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা বহুবার এই অধ্যক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন। দু’বার বদলি হলেও ফের স্বাস্থ্যভবন তাঁকে ফিরিয়ে এনেছিল আরজি কর হাসপাতালেই। সন্দীপ ঘোষ এবং নিহত চিকিৎসকের সঙ্গে ডিউটিতে ছিলেন এমন চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আরেক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য না হলেও তদন্তকারীরা জেরায় অসঙ্গতি কাটানোর জন্য তদন্তকারীরা এই পরীক্ষা করেন।
আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে রাজ্যে তো বটেই, দেশে এবং দেশের বাইরেও সরব হয়েছে বিভিন্ন অংশ। দিল্লির এইমস’র চিকিৎসকরাও জোরালো প্রতিবাদে শামিল হয়েছেন।
R G KAR CBI AIIMS
চিকিৎসক হত্যার তদন্তে এইমস-র সাহায্য নিচ্ছে সিবিআই
×
Comments :0