অভীক ঘোষ
পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে গোটা হুগলী জেলা জুড়ে নিবিড় প্রচারাভিযান ও সেজে উঠেছে গ্রাম শহর।।
২২ ফেব্রুয়ারি শনিবার সিপিআই(এম) এর রাজ্য সম্মেলন শুরু হচ্ছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিনই হবে সমাবেশ। আর এই সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে গোটা ডানকুনি শহর। (দেখুন ভিডিও)
হুগলীর ডানকুনি শহরে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৭ তম সম্মেলন হবে। সম্মেলন স্থাল ডানকুনি শহরের কোল কমপ্লেক্সের শান্তিমঞ্চে।
২৫ ফেব্রুয়ারি দুপুর ২টোয় ডানকুনি ফুটবল মাঠে প্রকাশ্য সমাবেশ হবে। এই সম্মেলন ঘিরে অভ্যর্থনা সমিতির উদ্যোগে গোটা জেলা জুড়ে নিবিড় প্রচারাভিযান চলছে। জেলার গ্রাম শহরে লালঝাণ্ডায় সেজে উঠেছে। তৈরি হয়েছে তোরণ।
সিপিআই(এম) কর্মী থেকে সাধারণ শ্রমজীবী মানুষ স্বতস্ফূর্তভাবে এগিয়ে এসে অর্থ সাহায্য তুলে দিচ্ছেন। একদিকে দেওয়াল লিখন, পোস্টারিং, আলোচনা সভা, বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ সহ অঙ্কন,পোস্টার লিখন, পুরুষ - মহিলা ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। সেই সাথে বিভিন্ন জায়গায় শ্রমজীবী ক্রীড়া প্রতিযোগিতা, রোড রেস, ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে। প্রকাশ্য সমাবেশকে সফল করে তুলতে গ্রাম বৈঠক সভা চলছে। সম্মেলন স্থল ডানকুনি শহর সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে। সম্মেলনকে সফল করে তুলতে প্রস্তুতি তুঙ্গে।
জেলার সিপিআই(এম) নেতৃত্ব জানান, রাজ্য সম্মেলন উপলক্ষে ডানকুনি শহর যেমন সেজে উঠেছে ঠিক তার পাশাপাশি হুগলি জেলার গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম প্রতিটি অঞ্চল কে সাজিয়ে তোলা হয়েছে। সাজিয়ে তুলেছে এলাকার সিপিআই(এম) কর্মীরা। আরামবাগ সাব ডিভিশন থেকে শুরু করে চন্দননগর , শ্রীরামপুর প্রতিটি সাব ডিভিশনে মূল রাস্তার উপরে তৈরি হয়েছে বড় বড় তোরণ। সেই গেটে যেরকম সম্মেলনের বার্তা রয়েছে তার পাশাপাশি ২৫ তারিখ সমাবেশ সফল করারও আহ্বান করা হয়েছে।
গ্রামে পাড়া বৈঠকের উপর জোর দেওয়া হয়েছে।
দিল্লি রোড থেকে শুরু করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রতিটি রাস্তার দু'ধারে সারি সারি লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। তৈরি হয়েছে, একাধিক ওভার গেট। সম্মেলন স্থল যে এলাকায় সেই এলাকার রাস্তা দু’পাশে বিভিন্ন ধরনের বার্তা নিয়ে হোর্ডিং করে সাজানোর কাজ চলছে। ব্যস্ততা এতটাই চরমে যে শান্তি মঞ্চের আশেপাশে কান পাতলে শুধুমাত্র কাজের আওয়াজ ছাড়া অন্য কিছু শোনা যাবে না। শুধুমাত্র রাজ্য সম্মেলনকে সামনে রেখে জেলার বেশিরভাগ এরিয়া কমিটিতে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। পাশাপাশি রাজ্য সম্মেলন চলাকালীন ডানকুনি বিনোদিনী মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার ওর সাংস্কৃতিক অনুষ্ঠান। এক বৃহৎ কর্মকাণ্ডকে অনুষ্ঠিত করতে গেলে যেমন অর্থের প্রয়োজন ঠিক তেমনি মানুষের কাছে পৌঁছে যাওয়ার পাশাপাশি হুগলী জেলা পার্টির উদ্যোগে এক অভিনব চিন্তায় সংগ্রহ করা হচ্ছে অর্থ। জেলা পার্টির উদ্যোগে পার্টির প্রত্যেকটি সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আবেদনপত্র সহ একটি খাম। বলা হয়েছে যে পরিবারের সকলকে অর্থ সাহায্যের জন্য সহাবতা করতে।
Comments :0