Budget 2025-26: Md Salim

দেশের দিকে তাকানো হয়নি বাজেটে, বললেন সেলিম, দেখুন ভিডিও

রাজ্য কলকাতা

স্বাস্থ্য, শিক্ষার মতো ক্ষেত্রের দিকে তাকানো হয়নি বাজেটে। দিল্লি এবং বিহারের ভোটের দিকে তাকিয়ে ঘোষণা করা হয়েছে। এই বাজেট সারা দেশের জন্য নয়।
শনিবার কলকাতায় মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
সেলিম বলেন, রাজ্য কমিটির সভা রয়েছে ৫-৬ ফেব্রুয়ারি। তিনি জানান যে জাল স্যালাইন এবং জাল ওষুধের বিরুদ্ধে আন্দোলন চলবে। তিনি বলেন, জাল স্যালাইন ঘিরে প্রতিবাদের জেরে বিভিন্ন সংস্থার বরাত বন্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়নি। রোগীদের পরিবার গভীর বিপদে পড়ছে। রবিবার থেকে সিপিআই(এম) কর্মীরা প্রচারে নামবেন সব হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে। সরকারের অপদার্থতা এবং দুর্নীতির জন্য রোগীদের এই দুর্ভোগ।
সেলিম বলেন, সরকার বরাত বন্ধ করলেও বিকল্প ব্যবস্থা হয়নি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সিপিআই(এম)। পার্টির সব স্তরকে এই কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন সেলিম।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে নজর দেওয়া হয়নি। দিল্লির ভোটের জন্য মধ্যবিত্তদের খুশি করার চেষ্টা হয়েছে। আর বিহারে নির্বাচন রয়েছে বলে সে রাজ্যের ঘোষণা। এটা দেশের বাজেট না।
সেলিম বলেন, রেলের যাত্রী নিরাপত্তার প্রশ্ন একেবারে উপেক্ষিত বাজেটে। অর্থব্যবস্থায় জর্জ সোরোসরা হস্তক্ষেপ করছে বলে প্রচার করে বিজেপি। অথচ বিমা ক্ষেত্রে নতুন কোনও প্রযুক্তির আনার সম্ভাবনা নেই, অথচ এখানে বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ করা হয়েছে। বিমায় যে টাকা আসে তাকে সরকারই কাজে লাগাতে পারে। অথচ তা বিদেশি সংস্থার হাতে তুলে দিচ্ছে। আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য আন্দোলন সংগ্রাম চলবে। 
সেলিম বলেন, পরমাণু জ্বালানি উৎপাদনও বিদেশি এবং বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। বিমান পরিষেবা ক্ষেত্রকেও বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে। 
সেলিম বলেন, ‘মনরেগা’-য় টাকা এক পয়সা বাড়ানো হয়নি।দেশের দিকে তাকানো হয়নি। বাংলা যে বিজেপি’র ভাবনায় আছে এই বাজেট দেখলে মনে হচ্ছে না। 

Comments :0

Login to leave a comment