আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ঘাটাল শহরে মিছিল করল সিপিআই(এম)। রবিবার মিছিলে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য।
‘আর কত সময় চাই, জবাব দাও সিবিআই’। এই স্লোগান তুলে মিছিলে অংশ নিয়েছেন বহু মহিলা।
এদিনই ‘অভয়া মঞ্চ’-র ডাকে পানিহাটি থেকে শ্যামবাজার হয়েছে মশাল মিছিল। শ্যামবাজারে সভা করেছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের বিভিন্ন এলাকায় হয়েছে নাগরিক প্রতিবাদ।
বিচারের দাবিতে ২১ নভেম্বর সিবিআই’র পূর্বাঞ্চলীয় দপ্তর সল্টলেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআই(এম)।
৯ আগস্ট আর জি কর হাসপাতালে নির্যাতিতার দেহ মিলেছিল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সুপ্রিম কোর্টে জানিয়েছিল সিবিআই। কিন্তু প্রশাসনের কাউকে বিচারের আওতায় আনা হয়নি। প্রতিবাদী সব অংশের বক্তব্য জঘন্য ঘটনা কেবল এক সিভিক ভলান্টিয়ারের হঠাৎ কুকীর্তি নয়। হাসপাতালে হাসপাতালে দীর্ঘদিনের অপরাধ চক্র তার সঙ্গে জড়িত। জড়িত শাসানির সংস্কৃতি। আর এসবের সঙ্গে জড়িত তৃণমূল। বিচার প্রক্রিয়ায় এদের সবাইকে আনা না হলে বিচার মিলবে না।
Ghatal CPI-M
ঘাটালে বিচারের দাবিতে মিছিল সিপিআই(এম)’র
×
Comments :0