CPI(M) Hoogly District Conference

সিপিআই(এম) হুগলী জেলা সম্মেলন শুরু

জেলা

শুরু হয়েছে সিপিআই(এম) হুগলী জেলা সম্মেলন। শনিবার সিঙ্গুরের দলুইগাছা বাণীসঙ্ঘ স্টেডিয়ামে চলছে সম্মেলন।
এদিন সম্মেলন উদ্বোধন করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে। রক্তপতাকা উত্তোলন করেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা শান্তশ্রী চ্যাটার্জি। 
সোমবার পর্যন্ত চলবে সম্মেলন।  
সুমিত দে বলেন, আজ রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হল কাজের অভাব। মানুষের হাতে কাজের নিশ্চয়তা স্থির করতে সচেষ্ট হয়েছিলো বামফ্রন্ট সরকার। এই হুগলী জেলার সর্বত্র এই কাজে সচেষ্ট হয়েছিল বামফ্রন্ট। সেই স্বপ্নকে ধ্বংস করেছে তৃণমূল পরিচালিত এই সরকার। শিক্ষার অধিকার কাজের অধিকার নিশ্চিত করেছিল বামফ্রন্ট সেই অধিকার কে ধ্বংস করে দিয়েছে তৃণমূল।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। এদিন প্রতিনিধি আলোচনা শুরু হয়েছে। 
সম্মেলনে রয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। রয়েছেন পার্টিনেতা অমল হালদার, সর্বাণী সাঁতরা, সুখেন্দু পাণিগ্রাহী, মনোদীপ ঘোষ প্রমুখ। সম্মেলন পরিচালনা করছেন রামকৃষ্ণ রায়চৌধুরী, ভাস্কর রায়, প্রদীপ সাহা, আব্দুল হাই, দীপ্তি চ্যাটার্জী ও বন্যা টুডু।

Comments :0

Login to leave a comment