‘এক দেশ এক ভোট’ নীতির বিরুদ্ধে ১২ জানুয়ারি প্রচারের ডাক দিল সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। দ্রব্যমূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও ওই দিন প্রচারের ডাক দিয়েছে সিপিআই(এম)।
দু’দিন রাজ্য কমিটির বৈঠকের পর মঙ্গলবার বিবৃতি প্রকাশ করা হয়েছে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পক্ষে। ১৭ জানুয়ারি জ্যোতি বসু নগর (নিউটাউনে) জ্যোতি বসু সেন্টার ফর সোসাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের প্রথম পর্যায়ের ভবনের উদ্বোধন হবে।
ওই দিন সকাল ১০টায় ভবনের উদ্বোধন করবেন পার্টির পলিট ব্যুরো সদস্য ও কেন্দ্রীয় কমিটির কো অর্ডিনেটর প্রকাশ কারাত। এই কর্মসূচিতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৭-১৯ জানুয়ারি, জ্যোতি বসু নগরেই পার্টির কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।
১২ জানুয়ারির কর্মসূচি প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরে সরকার ‘এক দেশ, এক ভোট’ ব্যবস্থা কার্যকর করতে সংসদে বিল পেশ করেছে। সংসদীয় গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে আক্রমণকারী এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে হলে সঠিকভাবে আরও ব্যাপক প্রচার চালাতে হবে। এই নির্বাচনী সংস্কার ও সংবিধান সংশোধনী বিল এবং দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আগামী ১২ জানুয়ারি, ২০২৫ রাজ্যের সর্বত্র প্রচার আন্দোলন সংগঠিত করতে হবে। ’’
বিবৃতিতে বলা হয়েছে, ৩ জানুয়ারি গণশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসে কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে বিকেল ৪টেয় সভা হবে। এই সভায় বিমান বসু, সূর্য মিশ্র ও মহম্মদ সেলিম বক্তা।
২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে পালন করা হবে। রেলমন্ত্রক নেতাজির জন্মদিবসে ছুটি বাতিল করেছে চিত্তরঞ্জন রেল কারখানায়। কেন্দ্রের বিজেপি সরকারের রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হওয়ার ডাক দিয়েছে রাজ্য কমিটি। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সর্বত্র ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় সংবিধান রক্ষায় শপথ নেওয়ার ডাক দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি গান্ধীহত্যার দিনটি ‘সাম্প্রদায়িতা বিরোধী দিবস’ হিসাবে পালন করার আহ্বান জানিয়েছে রাজ্য কমিটি।
রাজ্যসভায় বিআর আম্বেকরের প্রতি অমিত শাহের অবমাননাকর মন্তব্যের বিরদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ আরও বেশি জায়গায় করার ডাক দিয়েছে রাজ্য কমিটি।
CPIM WB State Committee
‘এক দেশ এক ভোট’: ১২ জানুয়ারি প্রচার আন্দোলনের ডাক সিপিআই(এম) রাজ্য কমিটির
×
Comments :0