সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার ডানকুনি যে। আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলন সফল করার লক্ষ্যে মঙ্গলবার ডানকুনি শহরে চলে গণঅর্থসংগ্রহ।
এই গণ অর্থ সংগ্রহে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, হুগলী জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সহ রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ, আব্দুল হাই, ধ্রুবজ্যোতি মুখার্জি, মনোজ গায়েন,সিপিআই(এম) নেতা মানিক সরকার,অঞ্জন জানা, দেবজিৎ চ্যাটার্জী, অভিজিৎ অধিকারী প্রমুখ। মানুষ খুব উৎসাহের সঙ্গে নিজ নিজ সামর্থ মতো অর্থ সাহায্য করেন। জেলা নেতৃত্ব জানান শুধু ডানকুনি নয় হুগলী জেলা জুড়ে সর্বত্র পার্টির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন এই রাজ্য সম্মেলন সফল করে তোলার লক্ষ্যে। বহু জায়গায় যেমন ওভার গেট তৈরি করা হয়েছে ঠিক তেমনি সম্মেলনকে সফল করে তোলার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে জেলা জুড়ে।
Comments :0