Election commission CPI-M

পঞ্চায়েত ভোট খতিয়ে দেখুন, কমিশনকে বলল সিপিআই(এম)

রাজ্য কলকাতা

কমিশনে বক্তব্য জানানোর পর শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার, পলাশ দাস।

অনিন্দ্য হাজরা

কেন্দ্রীয় নির্বাচন কমিশনে বক্তব্য জানালো সিপিআই(এম)-র প্রতিনিধিদল। সোমবার কমিশনের সঙ্গে দেখা করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা।
পার্টির কেন্দ্রীয় কমিটি সদস্য শমীক লাহিড়ী বলেছেন, পঞ্চায়েত নির্বাচন খতিয়ে দেখা হোক। কতগুলোয় বিরোধী নেই, কোথায় ভোট লুট হয়েছে দেখা জরুরি। সেই তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, প্রশাসন যুক্ত ভোট লুটের। এই মেশিনারি দিয়ে অবাধ ভোট সম্ভব নয়। অসংখ্য ভুয়ো ভোটার রয়েছে। তালিকা থেকে এই নাম বাদ দিতে হবে।
তিনি বলেন, আইন শৃঙ্খলার অবস্থা ভয়ঙ্কর। ডিএম, এসপি, এসডিও'রা সর্বদলীয় বৈঠক করে না। 
লাহিড়ী বলেন, যে পুলিশ ভোট লুট করল, তারা ভোট করাবে? 
কমিশন জানতে চায় যে কিভাবে প্রশাসনকে ব্যবহার করা উচিত, সিপিআই(এম)-র পরামর্শ কী।
লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাহিনীকে থানার হাতে ঘাড়লে হবে না। সিইও-কে দিয়ে নজরদারি করাতে হবে।
প্রতিনিধি দলে ছিলেন পার্টি নেতা কল্লোল মজুমদার, পলাশ দাসও।

Comments :0

Login to leave a comment