CPI(M) GAZA GENOCIDE

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে দিল্লিতে বিক্ষোভ সিপিআই(এম)’র

জাতীয়

শনিবার দিল্লিতে বিক্ষোভ সভায় সীতারাম ইয়েচুরি।

গাজায় গণহত্যা বন্ধ করতে হবে ইজরায়েলকে। এখনই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ভারত সরকারকে তার জন্য ইজরায়েলের ওপর চাপ তৈরি করতে হবে।
শনিবার দিল্লিতে হগাজায় আগ্রাসনের প্রতিবাদে জনসভায় এই দাবি বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্যালেস্তাইনের জনতার মুক্তিসংগ্রামে সমর্থন জানিয়ে হয়েছে এই জনসভা।
শনিবারই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বিবৃতি জারি করে বলেছে যে এখনই যুদ্ধবিরতির ঘোষণা করার সময় আসেনি। হামাসকে একেবারে নিশ্চিহ্ন না করা পর্যন্ত চলবে সামরিক অভিযান। বিশ্বজুড়ে ইজরায়েলের এই অবস্থান নিন্দার মুখে পড়েছে।
ইয়েচুরি বলেছেন, ‘‘গজায় কোনও যুদ্ধ হচ্ছে না। যুদ্ধ হয় দু‘দেশের সেনার মধ্যে। এখানে ইজরায়েলের সেনা রয়েছে। আরেকদিকে রয়েছেন প্যালেস্তাইনের গাজায় নিরীহ নাগরিকরা। যাদের হাতে কোনও অস্ত্র নেই তাঁদের ওপরই ভয়ঙ্কর আক্রমণ চালানো হচ্ছে। এখনই এই সশস্ত্র আগ্রাসন বন্ধ করতে হবে।’’
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে সিপিআই(এম)’র দাবি, ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হলে সব রকমের বাণিজ্য বন্ধ করতে হবে। আগে ভারতীয় পাসপোর্টে উল্লেখ থাকত তা ইজরায়েলের জন্য বৈধ নয়। এখন দখলদার ইজরায়েলের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে দিল্লির নরেন্দ্র মোদী সরকার। ইজরায়েলে অনিশ্চিত পরিবেশে পাঠানো হচ্ছে ভারতীয় শ্রমিকদের। 
ইয়েচুরি বলেন, ‘‘প্যালেস্তাইনের মানুষের স্বাধীন রাষ্ট্রের অধিকার আছে। জায়নবাদী ইজরায়েল তৈরি করে তাঁদের নিজের ভূমিক থেকে উচ্ছেদ করা হয়েছে। ভারত বরাবর প্যালেস্তাইনের মুক্তির পক্ষে অবস্থান নিয়েছে বিশ্ব দরবারে। সেই অবস্থান লঘু করে চলেছে নরেন্দ্র মোদী সরকার। ভারত সরকারকে প্যালেস্তাইনের পক্ষে সরব হতে হবে। সবার আগে যুদ্ধবিরতির জন্য চাপ তৈরি করতে হবে ইজরায়েলের ওপর।’’

Comments :0

Login to leave a comment