Raniganj CPIM Amit Shah

আম্বেদকরকে অপমানের প্রতিবাদে মিছিল রানিগঞ্জে

জেলা

রানিগঞ্জে অমিত শাহের কুশপুতুল দাহ সিপিআই(এম) কর্মীদের।

বিআর আম্বেদকরকে অপমানের পরম্পরা রয়েছে আরএসএস’র। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সেই দৃষ্টিভঙ্গিই প্রকাশ হয়ে পড়েছে। সামাজিক ন্যায়ের ধারণার বিরোধী মনুবাদী আরএসএস এবং তার রাজনৈতিক শাখা বিজেপি। 
আম্বেদকর ঘিরে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে এই বক্তব্যে সোচ্চার হয়ে রানিগঞ্জে মিছিল করল সিপিআই(এম)। 
সোমবার সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি শহরের পোস্ট অফিস ময়দান থেকে গরাই তেলমিল পর্যন্ত মিছিল করে। যোগ দেন বহু মানুষ। অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। 
রাজ্যসভায় শীতকালীন অধিবেশনে সংবিধানের ৭৫ বছর পূর্তির ওপর প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হয়। বিরোধীরা বিজেপি-র সংবিধান বিরোধী মনোভাবের কড়া সমালোচনা করেন। জবাবে শাহ বলেন যে এতবার আম্বেদকরের নাম না করে ঈশ্বরের নাম নিলে ভালো হতো। তারপর সংসদের ভেতরে তো বটেই দেশজুড়ে হতে থাকে প্রতিবাদ। 
এদিন রানিগঞ্জে প্রতিবাদী মিছিল থেকে আওয়াজ ওঠে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। মিছিল শেষে গরাই তেলমিলের সামনে সভায় বক্তব্য রাখেন, এরিয়া কমিটির সম্পাদক সুপ্রিয় রায় সহ পার্টির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আম্বেদকর প্রণীত সংবিধানের ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও বহুত্ববাদ চরিত্রকে বিজেপি ও সংঘ পরিবারের ঘৃণার প্রতিফলন হল বারংবার আম্বেদকরকে অবমাননা করা। সামাজিক বৈষম্য ও অস্পৃশ্যতার বিরুদ্ধে সমতার পক্ষে বামপন্থীদের লড়াই জারি আছে। দেশের সংবিধান রক্ষার স্বার্থে  সমস্ত অংশের মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দেওয়া হয়। 
রানিগঞ্জের জেকেনগরেও অমিত শাহের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment