Paschim Medinipur Rally

‘সেটিং’, বিভাজনের রাজনীতির প্রতিবাদে ৯ জায়গায় মিছিল পশ্চিম মেদিনীপুরে

জেলা

কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলের সেটিং রাজনীতিতে রাজ্যে একের পর এক দুর্নীতি ও খুনী ধর্ষকদের জামিন হচ্ছে। এই দুই শক্তিই রাজনীতির পয়দা তুলতে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যবহার করতে নেমেছে। দুয়েরই প্রতিবাদে রবিবার মিছিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের ৯ জায়গায়। 
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের মাদপুর, সাঁকোয়া, ঘাটাল শহর, খড়্গপুর শহরের তালবাগিচা, খরিদা, রবীন্দ্রপল্লী, ডেবরা ব্লকের পাটনা, ভরতপুর, লোয়াদার মতো  এলাকায় সিপিআই(এম)’র ডাকে ধিক্কার মিছিল সহ পথ সভা হয়।
দাবি ওঠে, আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসক-ছাত্রীর পরিবার এখনেও বিচার পেলো না কেন। সিবিআই-কে জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টকে দায়িত্ব নিতে হবে। 
বক্তব্যে প্রশ্ন ওঠে, ‘এক দেশ-এক ভোট‘ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তৎপরতা আসলে কৃষক সহ জনজীবনের জ্বলন্ত সমস্যার দাবি আদায়ের লড়াইকে আড়াল করার প্রয়াস।

Comments :0

Login to leave a comment