লব মুখার্জি
দীর্ঘদিন পরে খুলেছিল বারাসতের খড়িবাড়িতে সিপিআই(এম)’র দপ্তর শান্তিময় ঘোষ স্মৃতি ভবন। শনিবার রাতে সেই দপ্তরেই ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, রাতে খবর পেয়ে দপ্তরে ছুটে এলে তাঁদেরও হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। রবিবারই হলো প্রতিবাদ। মধ্যমগ্রাম বাদু রোডে অবরোধ হলো টায়ার জ্বালিয়ে।
শান্তিময় ঘোষ স্মৃতি ভবন দীর্ঘ ১২ বছর বন্ধ ছিল। গত ২৮ এপ্রিল উদ্বোধন হয়েছিল বারাসত দক্ষিণ এক এবং দুই এরিয়া কমিটির এই দপ্তর। ১২ বছর পরে নবকলবরে উদ্বোধন হয়। সেদিনই তৃণমূলের স্থানীয় প্রায় ৪০০ নেতা ও কর্মী লাল ঝান্ডা হাতে তুলে নেন। পার্টি দপ্তরে এলাকার মানুষ সেখানে সমবেত হতে থাকেন।
সম্প্রতি তৃণমূলের আরও প্রায় ২০০ বুথ স্তরের কর্মী লাল ঝান্ডা হাতে তুলে নেন। তাঁরা বারাসত-২ ব্লককে সন্ত্রাস মুক্ত করার শপথ নেন। এই ঘটনার পরই তৃণমূলের আতঙ্ক বাড়ে। শনিবার রাতে তৃণমূল দুষ্কৃতীরা পার্টি অফিস ভাঙচুর করে। শনিবার রাত ৯টা অবধি পার্টি কর্মীরা অফিসে ছিলেন। তারা চলে যাওয়ার পর, আনুমানিক, রাত সাড়ে ১২ টা নাগাদ পার্টি অফিস ভেঙে নথিপত্র সব তছনছ করে দেওয়া হয়। সিপিআই(এম) নেতৃবৃন্দের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা এ কাজ করেছে।
রাতেই সিপিআই(এম) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বলেছেন, সেই সময়ও তৃণমূলের বাহিনী দাঁড়িয়ে হুমকি দিতে থাকে। পৌঁছায় পুলিশ। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ, সিপিআই(এম) নেতা কর্মীরা। রবিবার সকালে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এলাকার মানুষ ও পার্টি কর্মীরা রবিবার সকাল ৯টা থেকে মধ্যমগ্রাম বাদু রোড অবরোধ করে। অবরোধ চলতে থাকে টায়ার জ্বালিয়ে।
সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলি খান সংবাদ মাধ্যমে বলেন, বারাসত-২ ব্লকের দক্ষিণ- ১ ও দক্ষিণ ২ এরিয়া কমিটির দপ্তর খড়িবাড়িতে দীর্ঘ ১২ বছর পর বন্ধ ছিল। গত ২৮ এপ্রিল পুনরায় খোলা হয়। পার্টি অফিস খোলার দিনই ৪০০ তৃণমূল কর্মী ও পরে আরো ২০০ তৃণমূল কর্মী লাল পতাকা তুলে নেন। প্রতিদিন পার্টি অফিসে প্রায় ৭০ থেকে ৮০ জন কর্মী সমর্থক ভিড় করতেন। তৃণমূলের সন্ত্রাস, অত্যাচার, চুরি, দুর্নীতিতে অতিষ্ঠ মানুষ। তাঁরা এখানে সন্ত্রাস মুক্ত করে শান্তি প্রতিষ্ঠার শপথ নিয়েছেন। এই আতঙ্কের কারণেই খড়িবাড়ি পার্টি অফিস শনিবার রাতে ভাঙচুর করলো তৃলমূলের দুষ্কৃতীরা। এই ঘটনায় বারাসত-২ ব্লকের এর সাতটি পঞ্চায়েত অঞ্চলের মানুষ ক্ষুব্ধ। তাঁরাই প্রতিবাদে এগিয়ে আসছেন।
Comments :0