৬০ থেকে কর বেড়ে হয়েছে ১২০টাকা। ফের সেই করের পরিমান বাড়াবার ছক করছে পঞ্চায়েত। আপত্তি তুলেছেন বিরোধী সদস্যরা। সেই আপত্তি তোলায় শুনতে হয়েছে, ‘তোমরা সংখ্যায় কম। আমরা যা বলব তাই হবে।’ অভিযোগ এমনই। শুধু কর বৃদ্ধিই নয়, কর আদায়ের নামেও মানুষকে হেনস্থা হতে হচ্ছে বলেও জোরালো অভিযোগ উঠেছে। যা ঘিরে এলাকাজুড়ে ক্ষোভের আঁচ উঠেছে তুঙ্গে। সেই ক্ষোভ থেকেই বীরভূমের মুরারই-২নং ব্লকের আমডোল গ্রাম পঞ্চায়েত সাক্ষী হয়েছে মানুষের বিক্ষোভেরও। সোমবার এলাকার মানুষ দেখিয়েছেন বিক্ষোভ। পঞ্চায়েত কার্যালয়ের সামনে। লালঝান্ডা হাতে নিয়েই অসংখ্য মানুষ সামিল হয়েছিলেন এই বিক্ষোভে। লম্বাপাড়া গ্রাম যেখানে রয়েছে পঞ্চায়েত অফিস সেই গ্রামজুড়ে মিছিলও করেছেন ক্ষুব্ধ মানুষ। অভিযোগ শুধু কর নিয়ে নয়। আরও নানান বঞ্চনার কাহিনী, এলাকার চাহিদা থেকে উঠে আসা দাবিতেও এদিন সরব হয়েছিলেন মানুষ।
২৩ আসন বিশিষ্ট এই পঞ্চায়েত গত নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। বামপন্থীরা পেয়েছে সাতটি আসন। জয়ী হওয়া সিপিআই(এম) সদস্য সুকুর সাহানার স্পষ্ট অভিযোগ, ‘‘বোর্ড মিটিংয়ে ফের কর বাড়ানোর পরিকল্পনা হতেই আমরা আপত্তি তুলি। তখন তৃণমূলের সদস্যরা বলে, তোমরা সংখ্যায় কম। আমরা যা বলব তাই হবে।’’ এদিন বিক্ষোভে সামিল মানুষের মুখে থেকেই শোনা গেছে, কর আদায়ের নামে চাপ দেওয়া হচ্ছে। কোনওরকম শংসাপত্র চাইতে গেলে আগে কর জমা দেওয়ার চাপ দেওয়া হচ্ছে। অনেককে পকেটে পয়সা না থাকার কারণে কর জমা দিতে না পারায় কাজ সম্পূর্ণ না করেই ফিরে আসতে হয়েছে বলে অভিযোগ রয়েছে মানুষের। এরই প্রতিবাদে এদিন সিপিআই(এম)’র ডাকা মিছিলে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দারা। দৃপ্ত মিছিল থেকে ধিক্কার ধ্বণিত হয়েছে। যে ধিক্কার আরও জোরালো হয়েছে পঞ্চায়েত কার্যালয়ের সামনে। পাশাপাশি ক্ষোভের আরও বড় কারন হচ্ছে উন্নয়নের কাজের বন্টনে বঞ্চনা, পক্ষপাতিত্ব। যেমন সিপিআই(এম)’র অপর নির্বাচিত সদস্য অমিত ডোম জানিয়েছেন, ‘‘তৃণমূলের মেম্বররা তিনটে কাজ পেলে আমাদের দিচ্ছে হয়ত একটা। বললেও কর্ণপাত করছে না।’’ তবে এই অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বিকার করেছেন তৃণমূলের প্রধান নাজিমুদ্দীন সেখ। তার বক্তব্য, ‘‘কর বাড়ানোর কোনও পরিকল্পনা হয় নি। যা কর ধার্য ছিল তাই আছে। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উন্নয়নের কাজ সব জায়গায় সমানভাবেই হবে।’’ এদিন এছাড়াও একশো দিনের বকেয়া মজুরি প্রদান, খুঁটকাইল গ্রামে কজওয়ে নির্মান , স্থানীয় সমবায়ের নির্বাচন করা সহ এলাকার বেহাল রাস্তা ও নালা নর্দমা অবিলম্বে সংস্কারের দাবিও তোলা হয়েছে।
Amdole Gram Panchayat
নানান বঞ্চনার বিরুদ্ধে বীরভূমে বিক্ষোভ
×
Comments :0