এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার থেকে বেশি কর্তৃত্ব নিয়ে খেলে টিউনিশিয়া। বল দখলের হারেও অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে ছিল টিউনিশিয়া। এদিন অস্ট্রেলিয়ার গোল মুখ লক্ষ করে ১৩টি শট নিয়েছে টিউনিশিয়া। তারমধ্যে নিশানায় ছিল ৪টি। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি টিউনিশিয়া।
এই জয়ের পরে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। এই পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিউনিশিয়া।
Comments :0