CPL 2023 Bravo

নাইট রাইডার্সে ডোয়েন ব্রাভো

খেলা

CPL 2023 Bravo

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলায় ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) দলে যোগ দিলেন ডোয়েন ব্রাভো। দু’বছর পর আবার নাইট রাইডার্সে ফিরলেন তিনি। ২০১৩-তে সিপিএল শুরু হওয়ার সময় থেকেই ব্রাভো ছিলেন টিকেআর দলে। যে চার বার ট্রফি জিতেছে তারা প্রতিবারই তিনি দলে ছিলেন। গত দু’বছর তিনি খেলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। আবার তিনি টিকেআরে ফিরলেন। টিকেআরের কোচ হিসাবে আগেই ফিল সিমন্সের নাম ঘোষণা করা হয়েছে।


টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার অধিকারী ব্রাভো।  ৫৫৮টি ম্যাচ খেলেছেন তিনি। কিয়েরন পোলার্ড ৬২৫টি ম্যাচ খেলে সবার উপরে। সিপিএলের ইতিহাসে ব্রাভোর পকেটেই সবচেয়ে বেশি উইকেট রয়েছে (১২৪)। নাইট রাইডার্সে যোগ দিয়ে ব্রাভো বলেছেন, “সমর্থকদের বলতে পারি, অপেক্ষা শেষ। টিকেআরে ফিরে মনে হচ্ছে ঘরে ফিরেছি। আমি চলে যাওয়ার সময় বেঙ্কি স্যার বলেছিলেন দরজা সব সময় খোলা থাকবে। সিপিএলে ক্রিকেট খেলার সবচেয়ে ভালো পরিবেশ পাওয়া যায় টিকেআরে খেললেই।”

Comments :0

Login to leave a comment