CU Alipore campus

রাতের অন্ধকারে উনুন ভাঙা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘মাসির ক্যান্টিনের’

রাজ্য কলকাতা

রাতের অন্ধকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে হামলা চালালো দুষ্কৃতিরা। ভাঙা হলো টেবিল চেয়ার, উনুন। ঘটনাটি ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই ক্যাম্পাসে দুটি ক্যান্টিন। একটি একতালায় অন্যটি তার ওপরে। রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে নীচের ক্যান্টিনে। ‘চিপ ক্যান্টিন’। ছাত্র ছাত্রীদের কাছে এই ক্যান্টিন মাসির ক্যান্টিন নামেই পরিচিত। প্রাক্তনীদের কাছে বৈদির ক্যান্টিন।


ক্যান্টিন মালিক জানিয়েছেন সোমবার সকালে তিনি যখন আসেন তখন দেখেন কয়েকটি টেবিল চেয়ার ভাঙা। জিনিস পত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। রান্নাঘরে ঢুকে বৃদ্ধা দেখেন তার প্রিয় উনুনটিও ভেঙে দেওয়া হয়েছে। রান্না ঘরে গ্যাস আছে। কিন্তু পুরানো দিনের দুটি বড় মাটির উনুন রয়েছে। সেই দুটি ভেঙে দেওয়া হয়েছে। তার সাথে যোগাযোগ করা হলে তিনি কারুর বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ করেননি। তিনি বলেন, ‘‘কে বা কারা করেছে আমি জানিনা। কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। তবে বেশ কয়েক বছর ধরে তৃণমূলের ছাত্ররা আমাকে বলে উঠে যেতে। আমি যাইনি।’’


সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে এসএফআইয়ের পক্ষ থেকে কর্তৃপক্ষর কাছে স্মারক লিপি জমা দেওয়া হয়েছে। এসএফআই কর্মী মেহবুব হোসেন জানিয়েছেন, ‘‘আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যাতে শাস্তি হয় সেই দাবি আমরা করেছি। যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।’’


আলিপুর ক্যাম্পাসের প্রাক্তনী এবং পড়ুয়াদের কাছে বিখ্যাত নগেন দা’র ক্যান্টিন। ১৯৮৯ সাল থেকে চলছে সেই ক্যান্টিন। বর্তমানে নগেনদা না থাকলেও তাঁর স্ত্রী ক্যান্টিন চালান। তাই এখন তার নাম হয়েছে ‘মাসির ক্যান্টিন’। চাকচিক্য না থাকলেও ক্যান্টিনে রয়েছে একটা মায়া। নিজের সন্তানের মতো ছেলে মেয়েদের কাছে বসিয়ে খাওয়ান সবার প্রিয় মাসি। অন্য যেই ক্যান্টিন রয়েছে সেখানের থেকে এই ক্যান্টিনে খাবারের দাম অনেকটাই কম, যার ফলে ছেলে মেয়েরা পয়সা বাঁচিয়ে পেট ভরে খাবার খায়। মাসির খাবার।

Comments :0

Login to leave a comment