international mother language day highcourt

ভাষা শহীদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ কলকাতা হাইকোর্টে

কলকাতা

কলকাতা হাইকোর্টের ১৯ নম্বর এজলাসে বাংলায় হল সওয়াল জবাব। এমনই অভিনব চিত্র দেখা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। বাংলাতেই শুনানি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আজ তিনি বাংলাতেই সমস্ত সওয়াল জবাব শুনবেন এমনটাই ইচ্ছা প্রকাশ করেছিলেন গতকাল। সেই মোতাবেক আজ ভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গোটা দিন শুনানি চলল বাংলাতে। যদিও বাংলা বাধ্যতামূলক ছিল না। যদি কোনও আইনজীবী মনে করেন সে ইংরেজিতে সওয়াল জবাব করতেই পারেন। এর আগে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বাংলায় সওয়াল জবাব হয়েছে। সুপ্রিম কোর্টের বেশ কিছু নির্দেশ বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। শুধু বাংলা নয় শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment