Calcutta Medical College professor resigns

চাপের মুখে পদত্যাগ কলকাতা মেডিক্যাল কলেজ অধ্যাপকের

রাজ্য কলকাতা

কলকাতা মেডিক্যাল কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রী হেনস্থার অভিযোগ ওঠে বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে ওইদিন দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। আন্দোলনের চাপে অবশেষে শুক্রবার পদত্যাগ করলেন ওই অধ্যাপক।
 

মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানিও হেনস্থার অভিযোগ জানান প্রথম বর্ষের ছাত্রী। প্রথমে কলেজের ছাত্র ইউনিয়ানের কাছে অভিযোগ জানান ওই ছাত্রী। পরে ইউনিয়নের উদ্যোগেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে প্রিসিপালের ঘরের সামনেইও চলে বিক্ষোভ কর্মসূচি। এই বিষয়ে ছাত্রছাত্রীরা ডেপুটেশন দেন এদিন। তারা দাবি করেন, এর আগেও সংশ্লিষ্ট অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে। প্রত্যেক বছরই কেউ না কেউ এমন ঘটনার শিকার হন। বহুবার এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হলেও লাভ হয়নি। তবে, এদিন বিকেলে চাপের মুখে পদত্যাগ করেন ওই বিভাগীয় প্রধান।
 

কলেজের প্রিন্সিপাল বলেন, ঘটনাটির তদন্তের জন্য ৭জনের একটি কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। রিপোর্ট পেলে স্বাস্থ্য দপ্তরে পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় পদ্ক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
 

Comments :0

Login to leave a comment