সেঞ্চুরি করলেন, ম্যাচও জেতালেন শুভমন গিল। ১০১ রানে অপরাজিত থাকলেন। সঙ্গ দিলেন কেএল রাহুল। রাহুলের ছক্কাতেই এল জয়সূচক রান।
উইকেটে তখন কেএল রাহুল এবং শুভমন গিল। পড়ে গিয়েছে ৪ উইকেট। স্কোর ১৪৫ রান ৪ উইকেটে। আউট হয়েছে বিরাট কোহলি (২২), রোহিত শর্মা (৪১), শ্রেয়স আইয়ার (১৫), অক্ষর প্যটেল (৮)। রোহিত শর্মা এদিন ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ গ্রুপ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ১০ উইকেটে ৪৯.৪ ওভারে করে ২২৮ রান। ১১৪ বল খেলে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। শেষ পর্যন্ত তিনি ১১৮ টি বল খেলেছেন তবে বাড়েনি তাঁর ব্যক্তিগত রানের সংখ্যা। ২৫ বলে ২৫ রান করেছেন তানজিদ হাসান। ১১৪ বলে ৬৮ রান করেন জাকের আলি। এদিন বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পরই একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন মহম্মদ সামি। ১০ ওভার বল করে ৫৩ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এর আগে রবীন্দ্র জাডেজার এই কৃতিত্ব ছিল। হরসত রানা পেয়েছেন ৩টি উইকেট। অক্ষর প্যাটেল পেয়েছেন ২টি উইকেট।
Comments :0