ধর্মতলায় আর জি কর কাণ্ডের প্রতিবাদ মঞ্চে তাণ্ডব চালালেন এক যুবক। মদ্যপ অবস্থায় মঞ্চে উঠে ওই যুবক ঢুকে পড়ে ঝামেলা করেন। মহিলাদের সাথে অভব্য আচরণ করেন বলে দাবি আন্দোলনকারীদের।
এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত ছিল মহা মিছিল। আর জি কর কাণ্ডের বিচারের দাবি তুলে হয় এই মিছিল। সমাজের সব অংশের মানুষ তাতে অংশ নেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে তারা ধর্মতলায় অবস্থান করবেন। সেই মতো মঞ্চে চলছিল প্রতিবাদের গান, কবিতা। হঠাৎ করেই ওই যুবক মঞ্চে চড়াও হয় বলে দাবি আন্দোলনকারীদের। গোটা ঘটনা যখন ঘটছে তখন নীরব ছিল পুলিশ। অভিযুক্তকে আন্দোলনকারীরা ধরে ফেললে তাদের থেকে ওই যুবককে ছিনিয়ে নেয় পুলিশ। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ওই যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
গত ১৪ আগস্ট যখন গোটা রাজ্য এই ঘটনা প্রতিবাদে রাত জেগে ছিল সেদিন ও রাতের অন্ধকারে হামলা হয়েছিল আর জি কর হাসপাতালে। আন্দোলনকারীরা অনেকে মনে করছেন এরই নয় সে তাদের প্রতিবাদ মঞ্চে হামলা চালানোরই পরিকল্পনা ছিল। ইতিমধ্যে শাসক দলের বিধায়কের একটি অডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে ক্যানিংয়ে এই ধরনের কোন কর্মসূচি করতে দেওয়া যাবে না। এবং তাতে সক্রিয় ভূমিকা নিতে হবে শাসক দলের কর্মীদের।
Protest Dharmatala
ধর্মতলায় প্রতিবাদ মঞ্চে তাণ্ডব মদ্যপ যুবকের
×
Comments :0