হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে প্রশাসনিক অব্যবস্থার জেরে প্রাণ গেল এক শিশুর। অবরোধ হলো শিলিগুড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কে। অবরোধে ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র ও এরিয়া সম্পাদক শুভাশিস সরকার।
মৃত শিশুর বাড়ির লোকজন এবং এলাকাবাসী দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন রাস্তা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে দিতে চাননি বাড়ির লোকজন। মৃতদেহ দুর্ঘটনাস্থলে রেখেই চলে অবরোধ। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শনিবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড়ের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের ঘটনা। এই এলাকায় রয়েছে দুটি হিমঘর। আশেপাশেই রয়েছে আরও অনেকগুলি হিমঘর। আলু ঢোকানোর জন্য শিলিগুড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের একদিক আলু বোঝাই ট্রাকে পুরোপুরি আটকে রয়েছে। ফলে রাস্তার অপর দিক দিয়ে চলাচল করছে যানবাহন। শনিবার সকালে রবি রাউত নামে চার বছরের ওই শিশু রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। শিশুকে রাস্তায় পিষে দেয় সিমেন্ট বোঝাই ট্রাক। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ট্রাকটিকে ঘটনাস্থলে আটক করেন স্থানীয়রা। এর আগেও এই এলাকায় পথ দুর্ঘটনায় ঘটেছিল। স্থানীয় বাসিন্দা রাজকুমার রায় বলেন, "এর আগেও পথ দুর্ঘটনা ঘটেছিল এখানে। এবারে পথ দুর্ঘটনায় মারা গেল এক শিশু। এর আগে দুর্ঘটনায় সময় পুলিশ আশ্বাস দিয়েছিল হিমঘরে আলু রাখার জন্য নির্দিষ্ট নিয়ম করা হবে। ভিড় এড়াতে বেশি গাড়ি থাকবে না। এত গাড়ি রাস্তার উপর থাকায় দুর্ঘটনা।"
স্থানীয় নয়া পাড়া জুনিয়র স্কুলের শিক্ষক অভিজিৎ দাশগুপ্ত বলেন, "প্রতিদিনই শিশুরা রাস্তা পারাপার করে স্কুলে আসে। সিমেন্ট বোঝাই গাড়ি শিশুকে পিষে দিয়েছে। আমাদের স্কুলের কোনও নিরাপত্তা নেই।"
পীযূষ মিশ্র অবরোধ স্থলে রাস্তায় বসে বলেন, "আলুর মরশুমে হিম ঘরে আলু রাখাকে কেন্দ্র করে আমরা দুর্ঘটনায় আশঙ্কা করেছিলাম। সে কারণেই দশ ফেব্রুয়ারি জেলা প্রশাসনকে দাবিপত্র তুলে দিয়েছিলাম হিমঘরের সামনে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার দাবিতে। সঠিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সংখ্যক আলুর গাড়ি হিমঘরে ঢোকালে এই অবস্থা তৈরি হতো না। একটি শিশুর প্রাণ হয়তো বেঁচে যেত।’’
Jalpaiguri Child Death
হিমঘর ঘিরে অব্যবস্থায় প্রাণ হারালো শিশু, অবরোধ-বিক্ষোভ জলপাইগুড়িতে

×
Comments :0