আজ ভোর সাড়ে পাঁচটায়। চার্লোতের ব্যাংক অফ আমেরিকা ষ্টেডিয়ামে কোপার দ্বিতীয় সেমিতে ফেভারিট উরুগুয়েকে হারিয়ে ফাইনালে চলে গেলো জেমস রদ্রিগেজের কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোল জেফারসন লেরমার।
প্রথমার্ধে দুটি দল দুই রকমের স্ট্র্যাটেজিতে খেলা শুরু করেছিল। কলম্বিয়া একটু লং বলে কাউন্টার করছিল এবং উরুগুয়ে উইং থেকে সেন্টার করছিল। কিন্তু ডারউইন নুনেজের গোল মিসের প্রদর্শনী অব্যাহত থাকলো এই ম্যাচেও। ম্যাচের ১৭ মিনিটের মাথায় ভালভারদের ডিফেন্স চেরা পাস থেকে বক্সের খানিকটা বাইরে থেকে নিশ্চিত গোলের বল বাইরে মারেন নুনেজ। খেলার ফল তখন অন্যরকম হতে পারত । এরপর ২৭ মিনিটে আরো একটা শট গোলের বাইরে মারেন নুনেজ । প্রথমার্ধে উরুগুয়ের আক্রমণের চাপ বেশি থাকলেও আসল কাজটা করলো কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে জেমস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করেন ক্রিস্টিয়াল প্যালেসের বছর ২৯ এর মিডিও জেফারসন লেরমার। প্রথমার্ধ শেষের ঠিক আগে উরুগুয়ের মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে কনুই মারায় লাল কার্ড দেখেন ক্রিসটিয়াল প্যালাসে খেলা কলম্বিয়ার ডানিয়েল মুনোজ। প্রথমার্ধ হয় ১ - ০ গোলে।
দ্বিতীয়ার্ধের গোটাটা জুড়ে দশ জনে ভালভার্দে - নুনেজদের আক্রমণগুলি অসাধারন দক্ষতায় বাঁচাছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার সানচেজ - কুয়েস্টা - মজিকারা । এছাড়াও কলম্বিয়ান গোলরক্ষক ভারগাসও দারুন কিছু সেভ দেন । কিন্তু প্রচুর আক্রমণ করেও দশ জনের কলম্বিয়ান ডিফেন্স ভাঙতে ব্যর্থ উরুগুইয়ানরা। রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই ২২ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠার ছাড়পত্র মিললো কলম্বিয়ার। ম্যাচ শেষে যেমন একদিকে দেখা যায় দুই দলের ফুটবলারদের মধ্যে কিছুটা হাতাহাতির দৃশ্য । অন্যদিকে তেমনই দেখা যায় লিভারপুলের দুই সতীর্থ নুনেজ ও লুইজ ডিয়াজের মধ্যে আলিঙ্গন । ফাইনালে ১৫ তারিখ মায়ামির হার্ড রক ষ্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
Comments :0