UPPSC

উত্তরপ্রদেশে সরকারি চাকরিকে ঘিরে বিশৃঙ্খলা, নিন্দা কংগ্রসের

জাতীয়

মঙ্গলবার, ১২ নভেম্বর কংগ্রেস অভিযোগ করেছে যে প্রয়াগরাজে পুলিশ উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিপিএসসি) ‘‘স্বেচ্ছাচারিতার’’ বিরুদ্ধে তাদের আওয়াজ তুলেছে এবং দাবি করেছে যে এর আগেও চাকরির দাবিতে যুবকদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল।
কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে প্রয়াগরাজে আন্দোলনরত ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছে।
ইউপিএসসি-র ‘স্বেচ্ছাচারিতা’র বিরুদ্ধে আওয়াজ তোলা পড়ুয়াদের কথা মন দিয়ে শোনা উচিত বলে জানিয়েছেন তিনি।
‘‘এই প্রথম নয়, এর আগেও বিজেপি এভাবে যুবকদের কণ্ঠরোধ করতে চেয়েছে। এর আগেও চাকরির দাবিতে বা নিয়োগ কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে,’’ রমেশ দাবি করেন।
যুব সমাজের এই সমস্যার কথা বুঝে কংগ্রেস যুব ন্যায় গ্যারান্টির আওতায় দৃঢ় উদ্যোগ নেওয়ার কথা বলেছিল।
‘‘এর আওতায় আমরা পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার মধ্যে ৩০ লক্ষ সরকারি পদে অবিলম্বে স্থায়ী নিয়োগের নিশ্চয়তা, প্রশ্নপত্র ফাঁস থেকে মুক্তি এবং চাকরির ক্যালেন্ডারের মাধ্যমে সময়মতো নিয়োগ,’’ বলেন তিনি।
বিভিন্ন তারিখে আরও-এআরও এবং পিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পরিচালনার ইউপিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদকারী প্রার্থীরা সোমবার প্রয়াগরাজে ইউপিপিএসসি সদর দফতর ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে, এমনকি বিপুল সংখ্যক পুলিশ কর্মী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
ইউপিএসসি অফিস ও তার আশেপাশে মোতায়েন পুলিশ শিক্ষার্থীদের দুই নম্বর গেটে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা করলেও বিপুল জনতা হুড়মুড় করে কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

এমনকি তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জনতাকে ধাওয়া করেছিল কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা শীঘ্রই আবার জড়ো হয়, ব্যারিকেড উপেক্ষা করে।
পুলিশের ‘উগ্রতা’র নিন্দা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও রাজ্যের বিজেপি সরকারকে ‘যুব বিরোধী’ এবং ‘ছাত্র বিরোধী’ বলে অভিহিত করেন।

Comments :0

Login to leave a comment