মণিপুরের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলেন কনরাড সাংমা। মণিপুরে জাতিদাঙ্গা নতুন করে ভয়াবহ চেহারা নেওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন এনপিপি’র প্রধান।
এর আগে এন বীরেন সিং সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল কুকি পিপলস অ্যালায়েন্স। রবিবার সন্ধ্যায় কনরাড সাংমা বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়ে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। তিনি লিখেছেন, বীরেন সিং এবং তাঁর সরকার রাজ্যের পরিস্তিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ।
সমর্থন তুলে নেওয়ায় যদিও সরকার মণিপুরে পড়ে যাবে না। কিন্তু বিজেপি এং তাদের মুখ্যমন্ত্রীকে ঘিরে এনডিএ শরিকদের মধ্যে অনাস্থার চেহারা সামনে চলে আসছে।
নাড্ডা এদিন ঝাড়খণ্ডে নির্বাচবী প্রচারে ‘অনুপ্রবেশ’ নিয়ে মুসলিম বিদ্বেষ উসকে দিতে ব্যস্ত থেকেছেন। মণিপুরে বিজেপি এবল আরএসএস-কেই দায়ী করছে বিরোধীরা দুই জনগোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী বিবাদ উসকে দেওয়ার জন্য।
গত প্রায় এক বছরে ২৫০ জনের মৃত্যু হয়েছে, ঘর ছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার বাসিন্দা।
গত সপ্তাহে জিরিবাম জেলায় সংঘাত ঘিরে পরিস্থিতি ভয়াবহ হয়েছে ফের। তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে হত্যা করা হয়েছে।
মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর বিবাদে উদ্বিগ্ন গোটা উত্তর-পূর্ব। সারা দেশ। পরিস্তিতির চাপে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে মহারাষ্ট্রে নির্বাচবী প্রচার বাতিল করে দিল্লিতে ফিরতে হয়েছে।
Manipur NPP
মণিপুরে বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিল সাংমার এনপিপি
×
Comments :0