হাইকোর্টের হস্তক্ষেপের পরও কাজ শেষ করা যায়নি। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মেট্রোর নির্মাণকারী সংস্থা।
শুক্রবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে লিখিতভাবে আদালতে আবেদন করযে আদালত এ বিষয়ে শুনানি গ্রহণ করবে। এই সংক্রান্ত মামলা আগেও হাইকোর্টে হয়। শেষ শুনানিতে বিচারপতি বলেন জনগণের স্বার্থের কথা ভেবে সব পক্ষকে আলোচনায় করতে হবে। বৈঠকেরও নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশমতো বৈঠকও হয়। বৈঠকেই কথা হয় নভেম্বর থেকে কাজ শুরু হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না পাওয়ার ফলে কাজ শুরু করা যায়নি। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন।
মেট্রো নির্মাণকারী সংস্থার আইনজীবী বলেন, যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে। সেটা কার্যকর না হওয়ায় দীর্ঘদিন আটকে রয়েছে মেট্রোর কাজ। রাজ্যের তরফে জানানো হয়, ইডেনে টেস্ট ম্যাচ এবং ম্যারাথন থাকায় রাস্তা বন্ধ করা যাচ্ছে না।"
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে। গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে। যার ফলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত পরিসেবা চালু আছে। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ থাকার কারণে পুরো পরিষেবা চালু করা যাচ্ছে না।
Comments :0