ফের করোনা আতঙ্ক প্যারিস অলিম্পিকে। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের এক ক্রীড়াবিদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই আইসোলেসনে পাঠানো হয়েছে করোনা আক্রান্তকে। মঙ্গলবার প্যারিস অলিম্পিক দলের প্রধান আনা মিয়ার্স নিশ্চিত করে বলেছেন যে আমাদের দু'জন ওয়াটার পোলো খেলোয়াড় ছিল। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গিয়েছে একজন করোনা আক্রান্ত। তাঁকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনও সমস্যা নেই। তবে করোনা আক্রান্তের নাম প্রকাশ্যে করা হয়নি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর সংস্পর্শে আসা প্রতিটি ব্যক্তিকে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি।’’
সেইসঙ্গে তিনি উল্লেখ করে বলেছেন , ‘‘সাবধানতা হিসাবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে। ফলে আক্রান্ত ক্রীড়াবিদের সঙ্গে কেউ মেলামেশা করছেন তবে পরিস্থিতি আগের বারের মতো নয়। এখন এটা অনেকটাই সাধারণ জ্বর হয়ে গিয়েছে। সোমবার ক্রীড়াবিদের করোনা সনাক্ত হয়। কোভিডের চিকিতসা করা হচ্ছে। অ্যাথলিট বিশেষভাবে অসুস্থ নয় তিনি এখনও প্রশিক্ষণ নিচ্ছে।’’
আনা মিয়ার্স আরও জানিয়েছেন, অ্যাথলিটরা এখন মাক্স পরবে ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব মেনে চলবে। যখন কোভিড উপসর্গগুলি দেখা দিয়েছিল তখন আমাদের নিজস্ব পরীক্ষার সরঞ্জাম থাকায় আমার দ্রুত জানতে পারি এবং রোগ নির্ণয় এবং চিকিতসা উভয় ক্ষেত্রেই দ্রুত হস্তক্ষেপ করতে পারি।’’
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভ্যালেটোক্স জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে কোনা আক্রান্তদের কোনও উল্লেখযোগ্য ঝুঁকি নেই। "অবশ্যই, কোভিড এখানে আছে। তিনি বলেছেন, ‘‘মাস্ক পরার কোনও বর্তমান বাধ্যবাধকতা নেই, কারণ কোভিড আক্রান্তের সংখ্যা কম রয়েছে। তবে কিছু সতর্কতা নেওয়া হচ্ছে। চিন্তার কোন কারণ নেই।’’
Paris Olympics
অলিম্পিকে করোনা হানা
×
Comments :0