Deucha Panchami Protest

ডেউচা পাঁচামীতে খননের যন্ত্র আটকে বিক্ষোভে স্থানীয়রা

রাজ্য

পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ ডেউচা পাঁচামীতে।

স্থানীয়দের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের তীব্র বাদানুবাদ চলছে ডেউচা পাঁচামীতে। বৃহস্পতিবার খননের কাজ শুরু করতে যেতেই দলে দলে স্থানীয়দের আসতে দেখা গিয়েছে। বীরভূমের মহম্মদ বাজার ব্লকের এই এলাকায় খনন ঘিরে বিপুল উচ্ছেদ এবং জীবিকাচ্যুতির আশঙ্কা রয়েছে। বিরোধও চলছে দীর্ঘদিন ধরে।
বুধবার শিল্প সম্মেলনের মঞ্চে 
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে দেউচা পাঁচামীতে প্রস্তাবিত কয়লা খনির কাজ শুরু হবে। তিনি বলেন যে এই প্রকল্পে রাজ্যের শিল্প পরিস্থিতিতে ‘ইতিবাচক অনুঘটকের’ কাজ করবে। 
বৃহস্পতিবার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে খননের কাজ শুরু হওয়ার তোড়জোড় শুরু হয়। স্থানীয় মানুষের বাধার মুখে পড়ে প্রশাসন। মাটির কাটার মেশিন আটকে চলছে বিক্ষোভ। উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাদের সাথে চলছে বাদানুবাদ। 
দেউচা পাচামীতে খনন ব্যবসায়িক অঙ্কে লাভজনক কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞ মহলে।

Comments :0

Login to leave a comment