এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃনমূলের সিন্ডিকেট বাহিনী। একের পর এক ভেরি দখল করে চলছে বেআইনি প্রমোটিং। এলাকার সিপিআই(এম) কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হয়েছে অনেকবার। কিন্তু পিছিয়ে আসেনি এলাকার সিপিআই(এম) কর্মীরা। কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ড। ধাপা, বেলেঘাটা সংলগ্ন অঞ্চল।
তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মিছিল হলো ওই এলাকায়। চিংড়িঘাটা থেকে মঠপুকুর পর্যন্ত মিছিল হলো সিপিআই(এম) ধাপা বাইপাস এরিয়া কমিটির পক্ষ থেকে।
বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস এই এলাকায়। কিন্তু লাল ঝাণ্ডার মিছিল দেখে এদিন বহু শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, মূলত ভেরি অঞ্চলের মানুষজন নিজেদের ঘর থেকে বেরিয়ে আসেন।
মিছিল শেষে মঠ পুকুরে একটি পথসভা হয়। এদিনে মিছিল উপস্থিত ছিলেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জি, সিপিআই(এম) নেতা সঞ্জয় মাইতি, আশুতোষ বেপারি সহ অন্যান্য নেতৃত্ব।
Dhapa CPIM
ধাপায় মিছিল সিপিআই(এম) এর
×
Comments :0