অনেকের জীবনেই ক্রিকেটার হওয়ার সুপ্ত ইচ্ছে লুকিয়ে থাকে। শুধু ক্রিকেটারই নয়, কোচ কিংবা ময়দানের সাথে জুড়ে থাকার ইচ্ছেও থাকে বহু মানুষের মধ্যে। আজ এইরকমই একজনের কথা জানব আমরা। নিশান্ত আলভারেজ। ক্রিকেট অন্তপ্রাণ, থাকেন রাজারহাটে।
ছোটো থেকেই ক্রিকেটের প্রতি ভীষণ টান। মূলত বোলিংটাই তাঁর বিষয়। আসলে চেষ্টার কোনো বিকল্প হয়না। আর তাই ২০১৮ সালে প্রথম ডাক পান আইপিএল-এর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নেট বোলার হিসেবে। সেখানে সফল হওয়ার পরেই আসতে থাকে বেশ কিছু সুযোগ।
দক্ষিণ আফ্রিকাতে অনূর্ধ্ব-২১ রুট অ্যাকাডেমী সফরেও ছিলেন। বাংলার প্রথম ক্রিকেটার হিসেবে খেলেছেন দক্ষিণ অস্ট্রেলিয়া গ্রেড ক্রিকেট লীগ। এটি একটি অন্যতম দিক তাঁর ক্যারিয়ারের জন্য। অন্যদিকে নেপাল টি-২০ লীগে, ওয়েস্ট ইউনাইটেডকে কোচিং করিয়েছেন নিশান্ত। খেলার পাশাপাশি কোচিং-এর কাজটিও বেশ মন দিয়ে করেন তিনি।
আইসিসি অ্যাপ্রুভড ফ্র্যাঞ্চাইজি লীগে সবথেকে কমবয়সী কোচ তিনি। অস্ট্রেলিয়া থেকেই নিয়েছেন কোচিং ডিগ্রি। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের টেস্ট এবং একদিনের ম্যাচের অধিনায়ক শাহীদি নিশান্তের কোচিং-এ খেলছেন নেপাল টি-২০ লীগে।
Comments :0