‘‘সংবিধানের ওপর লাগাতার আক্রমণ হয়ে আসছে।’’ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে উঠে একথা বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর কথায় আমার ওপর একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে। অমানবিক মানসিক অত্যাচার চলেছে।’’
রাহুল বলেন, ‘‘হিন্দু ধর্ম সহিষ্ণুতার কথা বলে। বিজেপি নিজেদের হিন্দু বলে কিন্তু তারা সব সময় হিংসার কথা বলে।’’ পাল্টা প্রধানমন্ত্রী বলেন, ‘‘হিন্দু সমাজকে অসহিষ্ণু বলা অপরাধ।’’ রাহুল পাল্টা বলেন, ‘‘আরএসএস, বিজেপিকে বলা মানে হিন্দু সমাজকে বলা নয়।’’
Loksabha
লোকসভায় মুখোমুখি রাহুল এবং মোদী
×
Comments :0